ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

নিজেদের ফেবারিট মানতে নারাজ মুশফিক

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫০, ২৬ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিজেদের ফেবারিট মানতে নারাজ মুশফিক

ক্রীড়া প্রতিবেদক : কোচ চন্ডিকা হাথুরুসিংহে আগেই বলেছেন, ‘অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারাতে চাই।’ কোচের সুরে সুর মিলিয়েছেন তামিম ইকবাল, সাকিব আল হাসানও। দলের দুই সিনিয়র ক্রিকেটারের বিশ্বাস, অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা সম্ভব। টেস্ট দলপতি মুশফিকুর রহিমও একই প্রত্যাশা করছেন। তবে কাজটাকে খুব কঠিন মনে করছেন তিনি। এ ছাড়া সিরিজে নিজেদেরকে ফেবারিট মানতেও নারাজ।

শনিবার দুপুরে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘আমাদের ফেবারিট বলা কঠিন। যদিও আমাদের হোম কন্ডিশন, ওদের থেকে আমাদের অভিজ্ঞতা বেশি। তবুও এরকম কন্ডিশনে কীভাবে খেলতে হবে, সেটা ওরা খুব ভালোভাবে জানে। ভারতে সিরিজ হেরে গেলেও ওরা কিন্তু প্রথম টেস্ট জিতেছিল। আমার মনে হয়, দুই দলের জন্য ফিফটি-ফিফটি সুযোগ থাকবে।’

নিজেদের ফেবারিট না মানার কারণও ব্যাখ্যা করেছেন মুশফিক, ‘আমাদের বোলিং লাইনআপ অনভিজ্ঞ। ওদের অভিজ্ঞ কিছু বোলার আছে, খুব ভালো খেলছে এমন কিছু ব্যাটসম্যানও ওদের আছে।’

তবে বাংলাদেশকে যে মুশফিক পিছিয়ে রাখছেন, তেমনও নয়। তার মতে, মাঠে যারা ভালোভাবে পরিকল্পনা প্রয়োগ করতে পারবেম তারাই ম্যাচ জিতবে।

অস্ট্রেলিয়ার ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু ফতু্ল্লার পরিবেশ পছন্দ না হওয়ায় প্রস্তুতি ম্যাচ না খেলে মিরপুরে অনুশীলন করে অসিরা। প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে উইকেট এবং কন্ডিশন সম্পর্কে আরো ভালো ধারণা পেত স্মিথ, ওয়ার্নাররা। এখানেই কি পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া?

মুশফিকও তেমনই মনে করছেন, ‘যদি প্রস্তুতি ম্যাচ খেলতে পারত, উইকেট সম্পর্কে আরো অনেক ভালো ধারণা পেতে পারত। যতই অনুশীলন করুক না কেন, সেন্টার উইকেট কেমন আচরণ করবে, সেটা বোঝা খুব কঠিন। সেই সুযোগ হয়তো ওরা পায়নি, কিন্তু এটা নিয়ে কিছু করার নেই। তবে ওরা খুব পেশাদার একটি দল।’

জানা গেছে, দলের প্রত্যেকেই সুস্থ রয়েছেন। ১৪ জনই খেলার জন্য প্রস্তুত আছেন। সেক্ষেত্রে কম্বিনেশন কেমন হতে পারে? টিম ম্যানেজমেন্ট ইংল্যান্ড সিরিজের মতো স্লো আর স্পিনিং উইকেট চেয়েছে। সেক্ষেত্রে তিন স্পিনার নিয়ে খেলার সম্ভাবনা জোরালো।

একাদশ কেমন হতে পারে জানতে চাইলে মুশফিক বলেছেন, ‘আমাদের দলে তিনজন পেসার-স্পিনার আছে। সঠিক কম্বিনেশন ঠিক করতে আবহাওয়া, কন্ডিশন  মাথায় রাখতে হবে, সঙ্গে পিচ আছে। প্রতিপক্ষের কতজন ডানহাতি-বাঁহাতি ব্যাটসম্যান আছে সব বিবেচনা করে আমাদের সঠিক কম্বিনেশন ঠিক করতে হবে। আশা করি, এটা করতে পারব এবং তাদের নিয়েই লড়াই করতে পারব।’



 

রাইজিংবিডি/ঢাকা/২৬ আগস্ট ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়