ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নেত্রকোনায় বাসচাপায় নিহত ২

ইকবাল হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ২৬ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নেত্রকোনায় বাসচাপায় নিহত ২

নেত্রকোনা প্রতিনিধি : জেলার কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কে বাসচাপায় মোটরসাইকেল চালক ও এক আরোহী নিহত হয়েছেন।

শনিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।এই ঘটনায় আহত হয়েছেন একজন। তাকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- মোটরসাইকেল চালক কলমাকান্দার পাবই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে আওলাদ হোসেন (৩০) ও আরোহী উপজেলার মুন্সিপুর মহাদেও গ্রামের আবু চান ফকিরের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৮)।

আহত আরোহী সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মহেষখলার উত্তর বংশীকুন্ডা গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে মোসলেম উদ্দিন (৫৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলার কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কে গোমাই ব্রিজের কাছে কলমাকান্দাগামী যাত্রীবাহী একটি বাস কলমাকান্দাগামী মোটরসাইকেলকে প্রথমে ধাক্কা দেয়।এ সময় মোটরসাইকেলের চালকসহ তিনজন বাসের চাকার নিচে চাপা পড়ে।

এতে তিনজনই গুরুতর আহত হয়। তাদেরকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে। পুলিশ বাসটি আটক করেছে।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুর রহমান জানান, নিহতদের লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।



রাইজিংবিডি/নেত্রকোনা/২৬ আগস্ট ২০১৭/ইকবাল হাসান/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়