ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিদ্যালয়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত শেখানোর তাগিদ

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ২৭ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিদ্যালয়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত শেখানোর তাগিদ

নিজস্ব প্রতিবেদক : বিদ্যালয়ে শিশুদের জাতীয় সংগীত সঠিক ও শুদ্ধভাবে শেখানোর ওপর গুরুত্ব আরোপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

রোববার সংসদ ভবনে স্থায়ী কমিটির ৩৭তম সভায় এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়।

কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে সদস্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ, মোছা. মাহাবুব আরা বেগম গিনি, ফজিলাতুন নেসা, আমিনা আহমেদ, মনোয়ারা বেগম এবং রিফাত আমিন অংশ নেন।

বৈঠকে মন্ত্রণালয়, মন্ত্রণালয়ের অধীন দপ্তরসমূহে শূন্য পদের সংখ্যা ও শূন্য পদে জনবল নিয়োগ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং শূন্য পদগুলো আগামী ছয় মাসের মধ্যে পূরণের জন্য জোরালো সুপারিশ করা হয়।

বৈঠকে শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের পাশাপাশি অভিভাবকদেরকে আরো সচেতন করার যথাযথ পদক্ষেপ গ্রহণেরও সুপারিশ করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/২৭ আগস্ট ২০১৭/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়