ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যাত্রীদের খোঁজ নিতে স্টেশনে রেলমন্ত্রী

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ২৯ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যাত্রীদের খোঁজ নিতে স্টেশনে রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ঈদে ঘরমুখো যাত্রীদের খোঁজখবর নিতে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

মঙ্গলবার বিকেলে কমলাপুর স্টেশনে যাত্রীদের সঙ্গে কথা বলে রেলযাত্রার সার্বিক খোঁজখবর নেন তিনি।

স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে অপেক্ষমাণ চট্টগ্রামগামী সুবর্ন এক্সপ্রেস ট্রেনে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এ সময় যাত্রীদের অভিযোগ আছে কি না-এ বিষয়ে জানতে চান।

যাত্রীদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের রেলমন্ত্রী বলেন, ‘সঠিক সময় সব ট্রেন ছেড়ে যাচ্ছে কি না, কর্মকর্তারা তাদের দায়িত্ব পালন করছে কি না এবং যাত্রীদের অভিযোগ ও পরামর্শ শুনতে আজ পরিদর্শনে এসেছি।’

তিনি বলেন, কমলাপুর রেল স্টেশন থেকে নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ায় যাত্রীরা সন্তুষ্ট। দু-একটি ছাড়া সব ট্রেন সঠিক সময়ে যাত্রা করেছে। প্রতিদিন কমলাপুর থেকে ১৬৮টি ট্রেন যাওয়া আসা করে। সব ট্রেনেরই সিডিউল ঠিক রাখার চেষ্টা করা হচ্ছে। আশা করছি যাত্রীদের কোনো ভোগান্তি পোহাতে হবে না।

মুজিবুল হক বলেন, যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে এবারে স্পেশাল ট্রেনসহ অতিরিক্ত কোচ চালু করেছি। আমাদের সীমিত সম্পদ দিয়ে যাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। নিরাপত্তার স্বার্থে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সবসময় তৎপর রয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২৯ আগস্ট ২০১৭/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়