ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ত্রাণ তহবিলে বিএসএমএমইউয়ে কর্মরতদের ১ দিনের বেতন

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ৩০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ত্রাণ তহবিলে বিএসএমএমইউয়ে কর্মরতদের ১ দিনের বেতন

নিজস্ব প্রতিবেদক : বন্যার্তদের সহায়তায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্মরতদের এক দিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে চেক তুলে দেন।

বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার জানান, এ বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, কর্মচারীসহ কর্মরত সবার ১ দিনের বেতনের সমপরিমাণ ২৮ লাখ ৬৯ হাজার ৩৫৭ টাকার চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

এ সময় এ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল প্রমুখ উপস্থিত ছিলেন।  



রাইজিংবিডি/ঢাকা/৩০ আগস্ট ২০১৭/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়