ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঈদ জামাতে মুসল্লিদের জন্য পুলিশের নির্দেশনা

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ৩১ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈদ জামাতে মুসল্লিদের জন্য পুলিশের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : নিরাপত্তার স্বার্থে ঈদ জামাতে আগত মুসল্লিদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঈদ জামাতে জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কিছু না আনতে অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মো. মাসুদুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘এজন্য মুসল্লিদের সাময়িক অসুবিধা হতে পারে। তার জন্য দুঃখ প্রকাশ করছি। তবে নিরাপত্তার কথা চিন্তা করেই পুলিশ কমিশনার এ নির্দেশনা দিয়েছেন।’

পুলিশ জানায়, জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত হবে। জামাতে মহামান্য রাষ্ট্রপতি, গন্যমান্য ব্যক্তিসহ ব্যাপক লোকের সমাগম ঘটবে। এজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো প্রকার ব্যাগ সঙ্গে না আনার জন্য অনুরোধ করা হয়েছে। শুধু জায়নামাজ নিয়ে মুসল্লিরা জামাতে আসতে পারবেন। আবহাওয়া দুর্যোগপূর্ণ না হলে ছাতা সঙ্গে আনার দরকার নেই। মোটরসাইকেল ও গাড়ি নির্ধারিত স্থানে পার্কিং করতে হবে।

ধর্মীয় পবিত্রতা ও ভাবগাম্ভীর্য বজায় রেখে ধীরে ধীরে ঈদগাহ মাঠ থেকে বের হতে অনুরোধ জানিয়েছে পুলিশ।



রাইজিংবিডি/ঢাকা/৩১ আগস্ট ২০১৭/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়