ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হলো না নাদাল-ফেদেরার দ্বৈরথ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ৭ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হলো না নাদাল-ফেদেরার দ্বৈরথ

রাফায়েল নাদাল ও রজার ফেদেরার (ফাইল ছবি)

ক্রীড়া ডেস্ক : হলো না, ইউএস ওপেনে নাদাল-ফেদেরার দ্বৈরথ দেখা হলো না টেনিসপ্রেমীদের। রাফায়েল নাদাল বছরের শেষ গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতার সেমিফাইনালে উঠলেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন রজার ফেদেরার।

নাদাল-ফেদেরার এখন পর্যন্ত ৩৭ বার মুখোমুখি হয়েছেন। এর মধ্যে ৯ বারই আবার গ্র্যান্ড স্লাম ফাইনাল। কিন্তু ইউএস ওপেনে তারা কখনো মুখোমুখি হননি। এবার সেই অপেক্ষা ঘুচবে বলে আশায় ছিল টেনিসপ্রেমীরা। এজন্য দুজনের দরকার ছিল মাত্র একটি করে জয়। নাদাল সেই জয়টা পেলেও ফেদেরার পেলেন না।

শেষ আটে চার সেটের লড়াইয়ে সুইস তারকা ফেদেরারকে ৭-৫, ৩-৬, ৭-৬, ৭-৪ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রো। সেমিফাইনালে তার প্রতিপক্ষ নাদাল। রাশিয়ার আন্দ্রেই রুবলেভকে হারিয়ে আগেই শেষ চারে উঠেছেন স্প্যানিশ তারকা।



রাইজিংবিডি/ঢাকা/৭ সেপ্টেম্বর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়