ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বন্ধু আবার এসো বাংলাদেশে!

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ৭ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বন্ধু আবার এসো বাংলাদেশে!

ম্যাচ শেষে একসঙ্গে মুস্তাফিজুর রহমান ও ডেভিড ওয়ার্নার

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : আইপিএলে একই দলে খেলার কারণে মুস্তাফিজুর রহমান ও ডেভিড ওয়ার্নারের বন্ধুত্ব পুরোনো। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ওয়ার্নার-মুস্তাফিজ খেলেছেন একসঙ্গে। আইপিএলে দুজনের খুনসুঁটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল অনেকবার।

দুই বন্ধুর ফের দেখা। অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফর করায় দুজনের ফের সাক্ষাৎতের সুযোগ তৈরি হয়। সফরের আগে থেকেই দুজনের কথা হচ্ছিল টুইটারে। ডেভিড ওয়ার্নার মুস্তাফিজকে টুইট করেছিলেন, ‘শুভকামনা চ্যাম্পিয়ন, দেখা হবে শিগগির’। মুস্তাফিজের ফিরতি টুইট, ‘বাংলাদেশ তোমাদের অপেক্ষায় আছে। নিরাপদে দ্রুত এখানে চলে আসো’।



বাংলাদেশে আসার পর দুজন ছিলেন একই হোটেলে। খাবার সময় কিংবা অবসর সময়ে দুজনের দেখা হয়েছে প্রতিনিয়তই। কিন্তু মাঠে দুজন দুজনের প্রতিপক্ষ। তার ঠিকই প্রমাণ মিলেছে। চট্টগ্রাম টেস্টে মুস্তাফিজ ডেভিড ওয়ার্নারকে আউট করেছেন দুবারই। ‘বন্ধুর হাতে’ আউট হয়ে মন খারাপ নেই ওয়ার্নারেরও!

প্রথম ইনিংসে ওয়ার্নারকে আউট করার পর পিঠ চাপড়ে দিয়েছিলেন মুস্তাফিজ। দ্বিতীয় ইনিংসেও তাই। ওয়ার্নারও মুস্তাফিজকে খুব পছন্দ করেন, তা বলার অপেক্ষা রাখে না। মুস্তাফিজের জন্মদিন ওয়াটসঅ্যাপে শুভেচ্ছা বার্তা পাঠাতে ভোলেননি। পাশাপাশি গণমাধ্যমেও বলেছেন, ‘তোমরা মুস্তাফিজের ঠিকমতো যত্ন নিও। ও বাংলাদেশের সম্পদ।’



আজ দুই দলের খেলা শেষ হওয়ার পর দুই বন্ধুকে পাওয়া গেল হাস্যোজ্জল অবস্থায়। পড়ন্ত বিকেলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ড্রেসিং রুমের নিচে দাঁড়িয়ে দুজন কথা বললেন কিছুক্ষণ। ফটো সাংবাদিকদের অনুরোধে ফটোসেশনেও অংশ নিলেন। সব মিলিয়ে মাঠের লড়াই শেষে দুজন কাছের মানুষকে পাওয়া গেল খুব কাছে।

১১ বছর পর বাংলাদেশে টেস্ট খেলতে আসল অস্ট্রেলিয়া। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে অসিরা কবে আবার বাংলাদেশে আসবে, তা এখনো জানা নেই। দুজনের পথ আলাদা হওয়ার আগে মুস্তাফিজ হয়তো ওয়ার্নারকে বলেছেন, ‘বন্ধু আবার এসো বাংলাদেশে’।



রাইজিংবিডি/চট্টগ্রাম/ সেপ্টেম্বর ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়