ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রোহিঙ্গা সংকটে ঐক্য চান ফখরুল

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ১০ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গা সংকটে ঐক্য চান ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক : রোহিঙ্গা সংকটকে জাতীয় সমস্যা হিসেবে অভিহিত করে তা নিরসনে জাতীয় ঐক্য প্রয়োজন বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘রোহিঙ্গা সমস্যা দিন দিন আমাদের জাতীয় সমস্যা হয়ে উঠছে। আমরা এ ব্যাপারে ঐক্য চাই।’

‘আসুন রোহিঙ্গাদের সমস্যা সমাধানে সবাই ঐক্যবদ্ধ হই। কারণ ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।

আওয়ামী লীগ ষড়যন্ত্র ফোবিয়াতে ভুগছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এরা (আওয়ামী লীগ) দুঃস্বপ্ন দেখছে। সব কিছুতেই ষড়যন্ত্রের গন্ধ পায়। তাই রোহিঙ্গা সমস্যা সমাধানে বিএনপি যখন কথা বলে, মানবতার পক্ষে দাঁড়ায় তখন সেখানেও তারা ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পান।

তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে যেতে প্রস্তুত। আর সরকার আগামী নির্বাচন নিয়ে আবারও ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একটি তামাশার নির্বাচন করতে চায়।’

‘স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আগামী দিনে বাংলাদেশে নির্বাচন হবে খালেদা জিয়ার সহায়ক সরকারের মাধ্যমে। নিরপেক্ষ নির্বাচন ছাড়া তামাশার নির্বাচন এদেশে আর করতে দেওয়া হবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘১/১১ সরকারের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকার বিএনপি নেতাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। উদ্দেশ্যে একটাই, খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখা।’

সংগঠনের সভাপতি রাজীব আহসানের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক  সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, তথ্য-বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুসহ ছাত্রদল নেতারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান।



রাইজিংবিডি/ঢাকা/১০ সেপ্টেম্বর ২০১৭/রেজা/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়