ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

আয়করের তিনটি বইয়ের মোড়ক উন্মোচন

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ১৭ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আয়করের তিনটি বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক : আয়কর বিষয়ে তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার  জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কনফারেন্স রুমে সংস্থাটির চেয়ারম্যান মো. নজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে বই তিনটির মোড়ক উন্মোচন করেন।

এ সময় এনবিআরের কাস্টমস, ভ্যাট এবং আয়করের  সদস্য, মহাপরিচালক, কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বইগুলো হলো- সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের আয়কর রির্টান ফরম পূরণের নির্দেশিকা, আয়করের সহজ ব্যবহারিক গাইড এবং উৎসে আয়কর ও মূল্য সংযোজন করের সহজ ব্যবহারিক গাইড।

এনবিআর চেয়ারম্যান বলেন, নিজস্ব উদ্যোগে আয়কর ও মূল্য সংযোজন কর বিষয়ে মানুষকে সচেতন করতে গোল্ডেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম এগিয়ে এসেছেন। বইগুলো করদাতাদের কর বিবরণী জমা ও কর দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

বইগুলোর কনটেন্ট গোল্ডেন বাংলাদেশের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে । এ ছাড়াও গোল্ডেন বাংলাদেশ আয়কর এবং মূল্য সংযোজন করের (মূসক) ওপর ১০টি প্রকাশনা এবং সবগুলো তথ্যই ওয়েবসাইটে নিয়মিতভাবে আপডেট করছে।

গোল্ডেন বাংলাদেশ সারা দেশে বাণিজ্য বিভাগের ২৫ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করে আয়কর, মূল্য সংযোজন কর বিষয়ে সামাজিক আন্দোলন প্রতিষ্ঠায় কাজ করছে।



রাইজিংবিডি/ঢাকা/১৭ অক্টোবর ২০১৭/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়