ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চাকরি মেলায় ওয়ালটনের স্টলে ব্যাপক সাড়া

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ২৬ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাকরি মেলায় ওয়ালটনের স্টলে ব্যাপক সাড়া

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর জিইসি কনভেনশন সেন্টারে তথ্য-প্রযুক্তি বিষয়ক চাকরি মেলা ‘আইটিএস জব ফেয়ারে’ সাড়া পড়েছে ওয়ালটনের স্টলে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলায় কয়েক হাজার প্রার্থীর সমাবেশ ঘটেছে। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ছয় ঘণ্টায় ওয়ালটনের স্টলে চাকরি পেতে কমপক্ষে ১২০০  বায়োডাটা জমা পড়েছে বলে জানিয়েছেন ওয়ালটন গ্রুপের নিয়োগ শাখার কর্মকর্তা সাইফুর রহমান।

বাংলাদেশ সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং লিভারেজিং আইসিটি ফর গ্রোথ এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্ন্যান্স (এলআইসিটি) প্রকল্প যৌথভাবে  মেলার আয়োজন করেছে। এতে সহযোগী হিসেবে রয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান আর্নেস্ট অ্যান্ড ইয়ং এবং ই-কমার্স প্লাটফর্ম পিকাবু।

মেলায় ওয়ালটনসহ ৫২টি শীর্ষস্থানীয় তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আয়োজক সংস্থার কর্মকর্তারা জানান, মেলায় ১১ হাজারেরও বেশি চাকরি প্রার্থীর সমাবেশ ঘটেছে।

ওয়ালটনের এইচআরএম বিভাগের প্রিন্সিপাল অফিসার মো. মারুফুল ইসলাম জানান, মেলায় ওয়ালটনের পক্ষ থেকে আইটি, ইঞ্জিনিয়ারিং, সেলস এন্ড মার্কেটিং, কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট, মানব সম্পদ ব্যবস্থাপনা এবং কারিগরিসহ অন্যান্য বিষয়ে চাকরির অফার করা হয়েছে।



চাকরি মেলায় ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর (ওয়ালটন ডিজি টেক ইন্ডাস্ট্রিজ লি.) প্রকৌশলী লিয়াকত আলী জানান, দেশের তথ্য-প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ওয়ালটন। আইটিসহ বিভিন্ন খাতে ওয়ালটন বেকার জনগোষ্ঠীর নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রেখে চলেছে। মেলা থেকে ওয়ালটন শতাধিক তরুণ-তরুণীর বেকারত্ব দূর করে কর্মসংস্থানের সুযোগ দিতে পারবে বলে আশা করেন তিনি।

মেলায় চাকরি প্রার্থীদের সামনে ওয়ালটনের আইটি সামগ্রীর মধ্যে ওয়ালটন ল্যাপটপ, কী বোর্ড, মাউস, গেমিং মাউস, মোবাইল ফোন ইত্যাদি প্রদর্শন করা হয়। সারা দিন ওয়ালটন স্টলে ভিড় ছিল।

ওয়ালটনের স্টলে উপস্থিত ছিলেন অপারেটিভ ডিরেক্টর (ওয়ালটন ডিজি টেক ইন্ডাস্ট্রিজ লি.) প্রকৌশলী লিয়াকত আলী, ওয়ালটনের চট্টগ্রাম এরিয়া ম্যানেজার (পশ্চিম) ইমরোজ হায়দার খান, পূর্ব জোনের এরিয়া ম্যানেজার ফাহাদ আহাম্মেদ, অক্সিজেন প্লাজার ম্যানেজার মেহেদী হাসান, জিইসি প্লাজার ব্যবস্থাপক রাকিবুল হাসান, আগ্রাবাদ প্লাজার ব্যবস্থাপক মো. শাহীন, নেভি গেট প্লাজার ব্যবস্থাপক আবদুল মজিদ, ওয়ালটন সেলস এক্সিকিউটিভ মো. রুহুল আমীন, ওয়ালটন ল্যাপটপ মার্কে্টিংয়ের মেহেদী হাসান, মাহফুজ টিটু প্রমুখ।

আইটিএস জব ফেয়ারে অংশ নেওয়া অন্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আমারা হোল্ডিং লি., কাজী আইটি, ইনফিনিটি সলিউশন, বাইনারী ইমেজ, জামান আইটি, কর্পোরেট আইটি লি., সায়মা সফটওয়্যার, ডিজিকম টেকনোলজি ইত্যাদি।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২৬ অক্টোবর ২০১৭/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়