ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কেডিএস’র লভ্যাংশ অনুমোদন

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ৩১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেডিএস’র লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : পুঁজিবাজারে অন্তর্ভুক্ত কেডিএস এক্সেসরিজ লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে।

মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর বোট ক্লাবে কোম্পানির ২৬তম বার্ষিক সাধারণ সভায় লভ্যাংশ অনুমোদন করা হয়। ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ১০ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ।

কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। খলিলুর রহমান বলেন, ‘‘সম্ভাবনার পথে নিজেদের অবস্থান সুদৃঢ় করার জন্য ইতিমধ্যে আমরা অনেক বিনিয়োগ করেছি এবং আশা করছি কোম্পানি দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হবে। এতে শেয়ার হোল্ডাররা লাভবান হবেন।’’

সভায় এক বছরের জন্য কেডিএস এক্সেসরিজ লিমিটেডের পরিচালক হিসেবে খলিলুর রহমান ও তাহসিনা রহমান এবং আগামী পাঁচ বছরের জন্য ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সেলিম রহমানকে পুনর্নিয়োগ করা হয়। সভায় কোম্পানির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/চট্টগ্রাম/৩১ অক্টোবর ২০১৭/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়