ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ওয়ালটন-সমকাল কুইজের পুরস্কার বিতরণ

পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ১১ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন-সমকাল কুইজের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে এখন সরগরম দেশের ক্রিকেট। টি-টোয়েন্টি ক্রিকেটের চার ছক্কায় মজে আছে সবাই।

এরই মধ্যে শনিবার রাজধানীর তেজগাঁওয়ে দৈনিক সমকালের কার্যালয়ে যেন ফিরে এলো টি-টোয়েন্টির ভিন্ন ধরনের এক স্বাদ। সেখানে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত ওয়ালটন-সমকাল কুইজের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

লটারির মাধ্যমে কুইজ বিজয়ীদের নির্বাচিত করা হয়। এত দেরিতে তাদের হাতে পুরস্কার দেওয়ায় শুরুতেই অনুষ্ঠানের সভাপতি দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার সবার কাছে দুঃখ প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) হুমায়ুন কবিরও এজন্য দুঃখ প্রকাশ করেন। তবে মোটরসাইকেল, রেফ্রিজারেটর, এলইডি টিভি, মাইক্রোয়েব ওভেন, স্মার্টফোনের মতো ওয়ালটনের আকর্ষণীয় পণ্য হাতে পেয়ে বিজয়ীরাও হাসিমুখে বিলম্ব হওয়ার ব্যাপারটি মেনে নেন।

কুইজের দুই পর্ব মিলিয়ে ২৬টি পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক সমকালের নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এস এম শাহাব উদ্দিন, সমকালের মহাব্যবস্থাপক (মার্কেটিং) আবুল খায়ের চৌধুরী, উপ-সম্পাদক আবু সাঈদ খান, প্রধান প্রতিবেদক লোটন একরাম, হেড অব সার্কুলেশন হারুন উর রশিদ, ক্রীড়া সম্পাদক সঞ্জয় সাহা পিয়াল, ডিজিএম শাহেদুল ইসলাম, ডেপুটি ম্যানেজার মিজানুর রহমান প্রমুখ।



ওয়ালটন-সমকাল কুইজের প্রথম পুরস্কার পান পিআইডি কর্মকর্তা জসীম উদ্দিন। এছাড়া হবিগঞ্জ থেকে সমকাল কার্যালয়ে এসে শামীম মিয়া বুঝে নেন ৪০ ইঞ্চি ওয়ালটন এলইডি টিভি। জামিরন বেগম এবং জসিম বুঝে নেন দুটি রেফ্রিজারেটর।

অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বলেন, 'আমি নিজে একজন ক্রীড়ানুরাগী মানুষ। সমকাল বরাবরই খেলাধুলার খবরে গুরুত্ব দিয়ে থাকে। দেশীয় এবং বিশ্ব ক্রীড়াঙ্গনের বড় আসরগুলোতেও সমকাল পাঠকদের কথা মাথায় রেখে এমন কুইজের আয়োজন করে থাকে। আগামীতেও সেই ধারা অব্যাহত থাকবে। ওয়ালটন সমকালের এ ধরনের আয়োজনে বরাবরই সঙ্গে রয়েছে। আশা করছি, ভবিষ্যতেও থাকবে।'

সমকালের নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এস এম শাহাব উদ্দিন বলেন, 'প্রথমত পৃষ্ঠপোষকতার জন্য ওয়ালটনকে ধন্যবাদ। ভবিষ্যতে এ ধরনের পুরস্কার টুর্নামেন্টের আমেজ থাকতে থাকতেই দেওয়া হবে।'

পৃষ্ঠপোষক ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তা হুমায়ুন কবির জানান সমকালের সঙ্গে তাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা। তিনি বলেন, 'ওয়ালটন সবসময়ই দেশের যেকোনো ভালো কাজের সঙ্গে থাকে। সমকালের এ আয়োজনেও ওয়ালটন স্বতঃস্ফূর্তভাবে এসেছে। আশা করি, ভবিষ্যতেও আমাদের এ সম্পর্ক অব্যাহত থাকবে।'

আবুল খায়ের চৌধুরী বলেন, 'ওয়ালটন আমাদের এ ধরনের আয়োজনে সবসময় পাশে থেকেছে। আশা করছি, আগামী বছর ফুটবল বিশ্বকাপেও পাঠকদের জন্য আমাদের এ ধরনের আরো অনেক আয়োজন থাকবে।'




রাইজিংবিডি/ঢাকা/১১ নভেম্বর ২০১৭/পারভেজ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়