ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নভোএয়ার-এবি ব্যাংক চুক্তি

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ১৪ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নভোএয়ার-এবি ব্যাংক চুক্তি

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার এর সাথে এবি ব্যাংক লিমিটেডের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার রাজধানীতে এবি ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। নভোএয়ার এর হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেজবাউল ইসলাম ও এবি ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাজ্জাদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী, এবি ব্যাংক লিমিটেড এর ক্রেডিট কার্ড গ্রাহকরা ছয় মাসের সহজ মাসিক কিস্তিতে নভোএয়ারের বিভিন্ন প্যাকেজে ভ্রমণের সুবিধা পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নভোএয়ারের সিনিয়র ম্যানেজার মার্কেটিং অ্যান্ড সেলস একেএম মাহফুজুল আলম, এবি ব্যাংক লিমিটেডের হেড অব আইটি অ্যান্ড ইবিজ রিয়াজুল ইসলামসহ নভোএয়ার ও এবি ব্যাংক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রমণ পিপাসুরা নভোএয়ার-এ ফ্লাইট ও হোটেল ভাড়াসহ কক্সবাজারে প্রতিজন সর্বনিম্ন এক হাজার ৭৭৭ টাকা ও কলকাতায় সর্বনিম্ন দুই হাজার ৭৭৭ টাকার মাসিক কিস্তিতে প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।

নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর ও কলকাতা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।



রাইজিংবিডি/ঢাকা/১৪ নভেম্বর ২০১৭/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়