ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘কর অফিসেও মেলার পরিবেশ তৈরি করতে হবে’

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৯, ১৬ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কর অফিসেও মেলার পরিবেশ তৈরি করতে হবে’

অর্থনৈতিক প্রতিবেদক : কর অফিসে মেলার পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

বৃহস্পতিবার আয়কর মেলা-২০১৭ পরবর্তী ‘মতবিনিময় সভার’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিভিন্ন প্রিন্ট,  ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সম্পাদক, প্রকাশক ও মালিকদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইকবার সোবহান বলেন, ‘আয়কর মেলা শেষ হয়েছে। করদাতারা মেলায় স্বাচ্ছন্দ্য বোধ করে কর দিতে। কর অফিসে যে প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা আছে সেগুলো কর মেলায় থাকে না। তাই আমি এনবিআরকে বলবো কর মেলার মতো প্রতিটি কর অফিসে স্বাচ্ছন্দ্যকর পরিবেশে তৈরি করতে হবে।’

তিনি বলেন, ‘করদাতাদের কিছু সুবিধা দিতে  হবে। বিদেশে যেটা দেওয়া হয়। এখন ইনকাম ট্যাক্স আইডি কার্ড দেওয়া হচ্ছে, এটা করদাতাদের উৎসাহিত করবে। জাতীয় পরিচয়পত্রের মতো এটাও সংগ্রহ করবে।’

ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘কর মেলা এখন বাৎসরিক উৎসবে পরিণত হয়েছে। আমাদের কর না দেওয়ার যে সংস্কৃতি ছিল সেটা পরিবর্তন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলেছেন, আমরা কর দেব, স্বাবলম্বী হবো। কর প্রদান না করলে উন্নয়নমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে না।’

মিডিয়ার সঙ্গে এনবিআরের অত্যন্ত বন্ধুসুলভ সম্পর্ক জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা বলেন, ‘আমরা নিজেরাও কর দেব এবং অন্যকে কর দিতে উৎসাহিত করব। কর দেওয়ার সুবিধা প্রচার করব।’

শুভচ্ছা বক্তব্যে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ‘মিডিয়া আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার। তারা আমাদের কর্মকাণ্ডগুলো জনসন্মুখে তুলে ধরছে। কর দেওয়া এখন উৎসবে পরিণত হয়েছে। করদাতাদের আমরা ট্যাক্স কার্ড প্রদান করছি।’

এনবিআরের সদস্য আব্দুর রাজ্জাক বলেন, ‘করমেলার সেবা যেন প্রতিটি কর অফিসে থাকে সেজন্য এ মাসের ১২ তারিখ থেকে প্রতিটি কর অফিসে বিকেন্দ্রীকরণ মেলার আয়োজন করছি।’

চলতি বছরে ১ নভেম্বর থেকে সপ্তাহব্যাপী আয়কর মেলায় সারা দেশে আয়কর আদায় হয়েছে ২ হাজার ২১৭ কোটি ৩৩ লাখ ১৪ হাজার ২২১ টাকা, যা গত বছর ছিল ২ হাজার ১২৩ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার ৮১১ টাকা। অর্থাৎ এ বছর আয়করে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১২ শতাংশ।’




রাইজিংবিডি/ঢাকা/১৬ নভেম্বর ২০১৭/এম এ রহমান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়