ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এনবিআরে ২২ আইটি কর্মকর্তা নিয়োগ

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ৪ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এনবিআরে ২২ আইটি কর্মকর্তা নিয়োগ

অর্থনৈতিক  প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাপ্তরিক কার্যক্রমে আরো গতি আনতে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, সিস্টেম অ্যানালিস্ট, সিনিয়র প্রোগ্রামার ও প্রোগ্রামারসহ ২২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে এনবিআরের আওতাধীন আয়কর, শুল্ক ও মূসক কমিশনারেটে সরাসরি কোটায় শূন্য পদে তাদের নিয়োগ দেয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

নিয়োগকৃতদের মধ্যে রয়েছে ১ জন প্রোগ্রামার, ২ জন সিস্টেম এনালিস্ট, ৫ জন প্রোগ্রামার ও ১০ জন সহকারী প্রোগ্রামার। গত ৩০ নভেম্বর তাদের নিয়োগ দেওয়া হয়। ২২ জনের মধ্যে ৪ জন মুক্তিযোদ্ধার সন্তান।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু'মেন রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার ৪ সহকারী প্রোগ্রামার ব্যতিত ১৮ জন এনবিআরে যোগদানপত্র দাখিল করেছেন। এনবিআর সম্মেলন কক্ষে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

অভিনন্দন জানিয়ে চেয়ারম্যান বলেন, ডিজিটাল এনবিআর গঠনে সরকার কাজ করছে। প্রযুক্তির সহায়তায় জনগণের দোরগোড়ায় করসেবা পৌঁছে যাচ্ছে। মানুষ উন্নত সেবা পাচ্ছেন। ফলে কর প্রদানে আগ্রহী হচ্ছেন।

তিনি বলেন, এনবিআরের প্রতিটি কাজে প্রযুক্তি ছোঁয়া লেগেছে। আমরা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে প্রযুক্তি নির্ভর এনবিআর গঠন করতে কাজ করছি। নতুন আইটি কর্মকর্তা নিয়োগের মাধ্যমে কাজে আরো গতি আসবে।

চেয়ারম্যান নবীন কর্মকর্তাদের সরকারের ভিশন বাস্তবায়নে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ দেন। এ সময় এনবিআরের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




রাইজিংবিডি/ঢাকা/৪ ডিসেম্বর ২০১৭/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়