ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘ব্যাংক ঋণ নিয়ে বড় বিনিয়োগ এখন দুরূহ ব্যাপার’

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৭, ৭ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ব্যাংক ঋণ নিয়ে বড় বিনিয়োগ এখন দুরূহ ব্যাপার’

অর্থনৈতিক প্রতিবেদক : ব্যাংক থেকে ঋণ নিয়ে বড় বিনিয়োগ এখন দুরূহ ব্যাপার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. স্বপন কুমার বালা।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিল্পকলা মিলনায়তনে একটি অনলাইন নিউজ পোর্টাল আয়োজিত তিন দিনব্যাপী ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

স্বপন কুমার বালা বলেন, ‘দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য পুঁজিবাজারকে কীভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে কাজ করতে হবে। বর্তমানে বাজারের সচ্ছতা নিশ্চিত করার ফলে বিনিয়োগ অনেক বেড়েছে।’ তবে বিনিয়োগ করার আগে যে প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে আগ্রহী সে প্রতিষ্ঠান সম্পর্কে ভালো করে জেনে নিতেও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি মোস্তাক আহমেদ সাদেক বলেন, ‘পুঁজিবাজারে সচেতনতা বাড়ানোর জন্য এমন ধরনের আয়োজন প্রশংসনীয়। এতে বাজারের আস্থা ও গতিশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।’

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান বলেন, ‘আমাদের পুঁজিবাজারে আগে যে শঙ্কা ছিল তা এখন অনেকাংশেই কমে এসেছে। তার প্রধান কারণ হলো আমাদের সরকার আন্তরিকভাবে চান এই পুঁজিবাজারের উন্নতি হোক।’

এ মেলার মূল উদ্দেশ্য হলো পুঁজিবাজারকে ঝুঁকিমুক্ত করার পাশাপাশি সচেতন বিনিয়োগকারী গড়ে তোলা। আর এজন্যই পুঁজিবাজারের ঝুঁকি যেন আগের তুলনায় কমে আসে সে লক্ষ্যে আমরা সবাই কাজ করছি।’

ঢাকা স্টক এক্সেচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান বলেন, ‘এ ধরনের আয়োজন বিনিয়োগকারীদের পুঁজিবাজারে আরো আকৃষ্ট করতে সাহায্য করবে। খুব শিগগরই আমরা পুঁজিবাজারের জন্য এমন কিছু প্রোডাক্ট নিয়ে আসছি, যা আন্তর্জাতিকভাবে দেশের পুঁজিবাজারকে নতুন করে পরিচয় করিয়ে দেবে।’



রাইজিংবিডি/ঢাকা/৭ ডিসেম্বের ২০১৭/নাসির/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়