ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ওয়ালটনসহ ১৪৯ প্রতিষ্ঠান সেরা ভ্যাটদাতা নির্বাচিত

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ৭ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটনসহ ১৪৯ প্রতিষ্ঠান সেরা ভ্যাটদাতা নির্বাচিত

এম এ রহমান মাসুম : সরকার ঘোষিত যথাযথ নীতিমালা অনুসরণ করে সর্বোচ্চ পরিমাণ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধ করায় এবারও ২৭ জেলায় সেরা ভ্যাটদাতার পুরস্কার পেল দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

২০১৫-১৬ অর্থবছরে উৎপাদন, ব্যবসায় ও সেবা ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে নয়টি প্রতিষ্ঠান ও জেলা পর্যায়ে ১৪০টি প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতা নির্বাচিত করা হয়েছে।

এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রাইজিংবিডিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এনবিআরের মূসক-প্রশিক্ষণ ও পুরস্কার শাখার দ্বিতীয় সচিব মো. মিলন শেখের সই করা পৃথক পৃথক চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত ৬ ডিসেম্বর জারি করা আদেশে বলা হয়েছে, সরকার কর্তৃক ঘোষিত সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নীতিমালা, ২০০৫ (সংশোধিত) বিধান অনুয়ায়ী ২০১৫-১৬ অর্থবছরের হিসেবে মূসক প্ররিশোধকারী প্রতিষ্ঠানসমূহের নামের তালিকা প্রকাশ করা হলো।

জাতীয় পর্যায়ে সেরা ভ্যাটদাতা হলো- নরসিংদীর শিবপুরের নরসিংদী গ্যাস ফিল্ড, গাজীপুরের মির্জাপুর বাজারের হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ঢাকার সাভারের বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, গাজীপুরের রাজাবাড়ির এসসি জনসন প্রাইভেট লিমিটেড, ঢাকার গুলশানের ইউনিমার্ট লিমিটেড, ঢাকার মিরপুরের প্রিন্স বাজার লিমিটেড, ঢাকার পান্থপথের ফাইবার এট হোম লিমিটেড, ঢাকার কারওয়ান বাজারের ওয়ান ওয়ার্ল্ড এভিয়েশন লিমিটেড ও সাভারের আশুলিয়ার মেসার্স ব্যুরো ভেরিতাস লিমিটেড।

অন্যদিকে ২০১৫-১৬ অর্থবছরে জেলা পর্যায়ে উৎপাদন, ব্যবসায় ও সেবা ক্যাটাগরিতে ওয়ালটনসহ ১৪০টি প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতা নির্বাচিত করেছে এনবিআর। ২০১৬ সালেও জেলা পর্যায়ে ২৯টি ওয়ালটন প্লাজা সেরা মূসক বা ভ্যাটদাতা নির্বাচিত হয়েছিল।

২০১৫-১৬ অর্থবছরে জেলা পর্যায়ে সর্বোচ্চ ভ্যাটদাতা হিসেবে পুরস্কারপ্রাপ্ত ওয়ালটন প্লাজাগুলো হলো- কুষ্টিয়ার এন এস রোডের ওয়ালটন প্লাজা, গোপালগঞ্জ গৌরঙ্গী ডিসি রোডের ওয়ালটন প্লাজা, চাঁপাইনবাবগঞ্জের ইন্দারা রোডের ওয়ালটন প্লাজা, জয়পুরহাটের সদর রোডের ওয়ালটন প্লাজা, ঝালকাঠি স্টেশন রোডের ওয়ালটন প্লাজা, টাঙ্গাইলের আদালত রোডের ওয়ালটন প্লাজা, যশোরের গাড়িখানা রোডের ওয়ালটন প্লাজা, ঠাকুরগাঁও কলেজ রোডের ওয়ালটন প্লাজা, দিনাজপুরের গণেশতলার ওয়ালটন প্লাজা, নওগাঁ পুরাতন বাসস্ট্যান্ডের ওয়ালটন প্লাজা, নাটোরের কানাইখালীর ওয়ালটন প্লাজা, নোয়াখালীর মাইজদীর ওয়ালটন প্লাজা, পাবনার চাটমোহর বাসস্ট্যান্ডের ওয়ালটন প্লাজা, পিরোজপুর সদর রোডের ওয়ালটন প্লাজা, ফেনী এস এস কে রোডের ওয়ালটন প্লাজা, ফরিদপুর উত্তর ফরিদপুরের ওয়ালটন প্লাজা, বরিশাল পুলিশ লাইন রোডের ওয়ালটন প্লাজা, ভোলা সদর রোডের ওয়ালটন প্লাজা, মাগুরা সৈয়দ আতর আলী রোডের ওয়ালটন প্লাজা, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মেসার্স ওয়ালটন প্লাজা, রংপুর সেন্ট্রাল রোডের ওয়ালটন প্লাজা, রাঙ্গামাটি মেইন রোডের ওয়ালটন প্লাজা, রাজবাড়ী প্রধান সড়কের ওয়ালটন প্লাজা, শেরপুরের মুন্সি বাজারের ওয়ালটন প্লাজা, সিরাজগঞ্জ এস এস রোডের ওয়ালটন প্লাজা, সুনামগঞ্জ সদরের ওয়ালটন প্লাজা ও হবিগঞ্জের শেরপুর রোডের ওয়ালটন প্লাজা।
 
পর্যায়ে নির্বাচিতদের বিষয়ে জানতে ক্লিক করুন।
 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ ডিসেম্বর ২০১৭/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়