ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

বিপিএলে খেলে জাতীয় দলের বাইরে জুনাইদ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ২০ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিপিএলে খেলে জাতীয় দলের বাইরে জুনাইদ

পাকিস্তানের নিউজিল্যান্ড সফরে জুনাইদ খানের খেলা হচ্ছে না

ক্রীড়া ডেস্ক : বিপিএলে খেলতে এসে যেন কপাল পুড়ল জুনাইদ খানের! বিপিএলের পঞ্চম আসরে খেলার সময় চোট পেয়েছিলেন পাকিস্তানের এই পেসার। সেই চোটই তাকে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ থেকে ছিটকে দিয়েছে!

সদ্য সমাপ্ত বিপিএলে খুলনা টাইটান্সের হয়ে খেলার সময় একটি ম্যাচে ডান পায়ে বলের আঘাত পান জুনাইদ। পরীক্ষার পর দেখা গেছে, তার ডান পায়ের হাড়ে ফাটল ধরেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মেডিক্যাল প্যানেলের প্রধান সোহেল সেলিম ২৭ বছর বয়সি এই পেসারকে কমপক্ষে চার সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

নিউজিল্যান্ডে পাকিস্তানের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৬ জানুয়ারি। ২২ থেকে ২৮ জানুয়ারি মধ্যে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এ সপ্তাহেই দল ঘোষণা করতে পারে পিসিবি। আর পাকিস্তান দল দেশ ছাড়বে ২৬ ডিসেম্বর।

জুনাইদের আগে গত মাসে পিঠের চোটের কারণে মাঠের বাইরে ছিটকে যান বাঁহাতি পেসার উসমান খান। এই দুজনের চোটে দলে ফিরতে পারেন দুই পেসার মোহাম্মদ ইরফান ও সোহেল খান।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ ডিসেম্বর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়