ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইভিএমে লাঙল জয়ী

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ২১ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইভিএমে লাঙল জয়ী

নিজস্ব প্রতিবেদক : রংপুর সিটি করপোরেশন নির্বাচনের মাত্র একটি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে পরীক্ষামূলকভাবে ভোট নেওয়া হয়েছে আজ। আর এই ইভিএম কেন্দ্রে ভোট গণনা শেষে জয়ী হয়েছে জাতীয় পার্টি (জাপা)।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয়েছে বিকেল ৪টায়। এখন চলছে সব কেন্দ্রে ভোট গণনা।

রংপুর নগরীর বেগম রোকেয়া কলেজের কেন্দ্রে ইভিএমের মাধ্যমে পরীক্ষামূলকভাবে ভোট নেওয়া হয়। সেখানে ভোটার সংখ্যা ছিল ২ হাজার ৫৯ জন।

ওই কেন্দ্রে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী লাঙল মার্কা নিয়ে পেয়েছে ৬৭৪ ভোট, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ পেয়েছে ৩৩৪ ভোট এবং বিএনপি পেয়েছে ১১৭।

এদিকে প্রধান নির্বাচন কমিশনার দুপুরে সাংবাদিকদের বলেছিলেন, ইসি ইভিএমে ভোট করতে পেরে সন্তুষ্ট। 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ ডিসেম্বর ২০১৭/হাসিবুল/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়