ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

বিজয় দিবস হকি সহসাই হচ্ছে না

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৪, ২৫ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিজয় দিবস হকি সহসাই হচ্ছে না

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হওয়ার কথা ছিল ‘ওয়ালটন বিজয় দিবস হকি প্রতিযোগিতা-২০১৭’। বাংলাদেশ হকি ফেডারেশন সার্ভিসেস দলগুলোকে অংশ নেওয়ার জন্য চিঠিও পাঠিয়েছিল। বেশ কয়েকটি দল অংশ নিতে রাজিও হয়েছিল। কিন্তু নিজেদের ব্যস্ততার কারণে বর্তমান চ্যাম্পিয়ন নৌবাহিনী ও বিকেএসপি চিঠি দিয়ে হকি ফেডারেশনকে জানিয়েছে যে চলতি মাসে আয়োজিত হলে বিজয় দিবস হকি টুর্নামেন্টে তারা খেলবে পারবে না। তবে নৌবাহিনী জানিয়েছে একমাস পরে হলে তারা অংশ নিতে পারবে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ হকি ফেডারেশনের সদস্য মাহবুবুল এহসান রানা বলেন, ‘বিজয় দিবস হকির জন্য আমরা সার্ভিসেস দলগুলোকে চিঠি দিয়েছিলাম। বেশ কয়েকটি দল খেলতে রাজিও হয়েছিল। কিন্তু নৌবাহিনী ও বিকেএসপি চিঠি দিয়ে জানিয়েছে যে তারা এই মাসে বিজয় দিবস হকিতে অংশ নিতে পারবে না। মাস খানেক পরে হলে নৌবাহিনী অংশ নিতে পারবে। যেহেতু বছর শেষ হয়ে যাচ্ছে সেহেতু মাস খানেক পরে তো আর বিজয় দিবস হকি করা যায় না। সে কারণে আপতত বিজয় দিবস হকি টুর্নামেন্ট স্থগিত রাখা হয়েছে। কারণ, মাত্র তিনটি দলকে নিয়ে তো আর একটি টুর্নামেন্ট করা যায় না।’

এ বিষয়ে ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা বিজয় দিবস হকির জন্য সব সময়ই প্রস্তুত ছিলাম। এখনও প্রস্তুত আছি। কিন্তু দল কম হলে তো টুর্নামেন্ট তার আকর্ষণ হারাবে। ফেডারেশন যদি দল গুছিয়ে বলে যে কালকে থেকেই বিজয় দিবস হকি হবে তাহলেও আমরা প্রস্তুত আছি। টুর্নামেন্ট হওয়াটা খেলোয়াড় ও ফেডারেশনের জন্য ভালো। আমরা এবার প্রাইজমানিও বাড়িয়ে দিতে চেয়েছিলাম। এখন তো বছরই শেষ হয়ে যাচ্ছে। দেখা যাক ফেডারেশন কী করে।’



রাইজিংবিডি/ঢাকা/২৫ ডিসেম্বর ২০১৭/আমিনুল
 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়