ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইউপি নির্বাচন : লাকসামে হামলার অভিযোগ বিএনপির

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ২৬ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইউপি নির্বাচন : লাকসামে  হামলার অভিযোগ বিএনপির

জ্যেষ্ঠ প্রতিবেদক : লাকসামে চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গায়ের জোরে আওয়ামী লীগসমর্থিত প্রার্থীদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করতে নির্বাচনী এলাকাগুলোতে এই ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলেও দাবি তার।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীদের বেপরোয়া তাণ্ডব শুরু হয়েছে। শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় বিএনপিসমর্থিত প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালাতে দানবের ভূমিকায় অবতীর্ণ হয়েছে আওয়ামী ক্যাডার বাহিনী।’

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সোমবার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নে গণসংযোগকালে পুলিশের উপস্থিতিতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলায় বিএনপিসমর্থিত চেয়ারম্যান প্রার্থী শাহ আলমের ছোট ভাই খোরশেদ আলমসহ ১৫ জন আহত হন। আহতদের মধ্যে খোরশেদ আলমের অবস্থা খুবই গুরুতর। তার ঘাড় ও মাথায় রাম দা দিয়ে কোপানো হয়েছে। তিনি বর্তমানে কুমিল্লার একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

এ ঘটনাকে বর্বরোচিত ও ন্যক্কারজনক অভিহিত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল। একইসঙ্গে  এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ দাবি করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘নির্বাচনী এলাকাগুলোতে চলছে আওয়ামী সন্ত্রাসীদের অস্ত্রের ঝনঝনানি। প্রার্থী ও সমর্থকদের ভয় পাইয়ে দিতে এবং নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতেই তারা হামলার ঘটনা ঘটাচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ক্ষমতা দখলকারীরা দীর্ঘদিন ক্ষমতায় থাকার বাসনায় সন্ত্রাস সৃষ্টিকেই এখন প্রধান অবলম্বন মনে করছে। পুলিশের উপস্থিতিতে বিএনপিসমর্থিত প্রার্থী ও সমর্থকদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলায় এটি সুস্পষ্ট যে, দেশ এখন আইন-কানুনের দ্বারা পরিচালিত হচ্ছে না। বরং দেশ পরিচালিত হচ্ছে সন্ত্রাসী কায়দায়।’



রাইজিংবিডি/ঢাকা/২৬ ডিসেম্বর ২০১৭/রেজা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়