ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১০, ৫ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে

রেজাউল করিম, চট্টগ্রাম : চট্টগ্রাম সমুদ্র বন্দরে গত এক বছরে প্রায় আড়াই লাখ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং বৃদ্ধি পেয়েছে। কন্টেইনার হ্যান্ডলিং বৃদ্ধি পাওয়ায় বন্দরের সক্ষমতা বৃদ্ধি করতে নানামুখী উদ্যোগ নিয়েছে বন্দর প্রশাসন।

বিভিন্ন দেশ থেকে জাহাজের আগমন-নির্গমন বৃদ্ধি পাওয়া এবং নানা সুযোগ সুবিধার কারণে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বৃদ্ধি পেয়েছে বলে বন্দর সূত্র জানিয়েছে। এর ফলে বৃদ্ধি পাচ্ছে বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং-এর সংখ্যা।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) জাফর আলম রাইজিংবিডিকে জানান, ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্র বন্দরে কন্টেনার হ্যান্ডলিং প্রবৃদ্ধি ১০ শতাংশেরও বেশি। ২০১৭ সালে চট্টগ্রাম বন্দরে মোট ২৬ লাখ ৬৭ হাজার ২০২ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিং হয়েছে। আগের বছর ২০১৬ সালে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল ২৪ লাখ ২১ হাজার ৪৮৪ টিইইউএস।

চট্টগ্রাম বন্দর থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী ২০০৯ সালে বন্দরে কন্টেনার হ্যান্ডলিং হয়েছিল ১০ লাখের মতো। মাত্র আট বছরের ব্যবধানে এই বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং দ্বিগুণেরও বেশি ছাড়িয়ে গেছে। আগামী ২০১৯ সালে বন্দরে কন্টেনার হ্যান্ডলিং এর পরিমাণ ৩২ লাখ টিইইউএস ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী ও আমদানিকারকরা জানান, চট্টগ্রাম বন্দরে যে হারে কন্টেইনার হ্যান্ডলিং বৃদ্ধি পাচ্ছে, সেই ভাবে আধুনিক ইকুইপমেন্ট সংযোজিত না হওয়ায় বন্দরের সক্ষমতা সেই হারে বৃদ্ধি পাচ্ছে না। এতে বিপুল পরিমাণ আমদানি ও রপ্তানি পণ্য নিয়ে ব্যবসায়ীদের ভোগান্তি হতে পারে বলে ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করেন।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম জানান, দেশে আমদানি-রপ্তানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংও বৃদ্ধি পেয়েছে। কিন্তু যে হারে কন্টেইনার হ্যান্ডলিং বৃদ্ধি পাচ্ছে, সেই হারে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে না। এর ফলে বন্দরে কন্টেইনার জট, আমাদানি পণ্য খালাসে বিলম্বসহ নানা ভোগান্তি হতে পারে ব্যবসায়ীদের।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং বৃদ্ধি পাওয়ায় বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। বন্দরে নতুন জেটি নির্মাণ, নতুন কন্টেইনার ইয়ার্ড এবং আধুনিক যন্ত্রপাতি সংযোজিত হচ্ছে।




রাইজিংবিডি/চট্টগ্রাম/৫ জানুয়ারি ২০১৮/রেজাউল করিম/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়