ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বীরাঙ্গনাকে নিয়ে গাইলেন মিজান

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৮, ৬ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বীরাঙ্গনাকে নিয়ে গাইলেন মিজান

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় কণ্ঠশিল্পী মিজান। তিনি গানের দল ওয়ারফেজের সাবেক ভোকাল। শ্রোতাদের বেশকিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। এবার বীরাঙ্গনাকে নিয়ে নতুন একটি গানে কণ্ঠ দিলেন মিজান। 

গানটির কথা লিখেছেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ। সুর ও সংগীতায়োজন করেছেন রাজিব হোসেন। সম্প্রতি রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

গানে কণ্ঠ দেয়া প্রসঙ্গে মিজান বলেন, ‘আমাদের স্বাধীনতার জন্য বীরাঙ্গনাদের অবদান রয়েছে। দেশকে স্বাধীন করতে গিয়ে তারা সর্বস্ব হারিয়েছেন। এই মায়েদের সরকার সর্বোচ্চ সম্মান দিয়েছেন এটা তাদের প্রাপ্য। বীরাঙ্গনা শিরোনামে গানের কথাগুলো শ্রোতাদের ভাবাবে।’

এর আগে দেওয়ান লালন জাতীর পিতা বঙ্গবন্ধুকে নিয়ে ‘কাঁদো বাঙালি কাঁদো’, ‘২৫ শে মার্চ’, ‘মা’ শিরোনামে গান লিখেছিলেন। নতুন করে বীরাঙ্গনাদের নিয়ে লেখা প্রসঙ্গে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে বুকে ধারণ করি। ধারণ করি আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশকে। আমাদের নতুন প্রজন্ম এই বিষয়গুলো যাতে তাদের মনে মননে ও মগজে ধারণ করে সেটি মাথায় রেখে গানগুলো লিখেছি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীরাঙ্গনাদের স্মরণ করে সেই মায়েদের সম্মানেই গানটি লেখা।’

তিনি আরো বলেন, ‘এ গানের পেছনে ইতিহাস আছে। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের টেপরি রানী বীরাঙ্গনা। ১৯৭১ সালে পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দিয়ে পাকিস্তানি সেনা ও রাজাকাররা তাকে নির্যাতন করত। সবার কথা চিন্তা করে সব মুখ বুজে সহ্য করেছেন। তাকে মেরে ফেলার জন্য পাকিস্তানি সেনাদের বারবার আকুতি তিনি করেছেন কিন্তু তারা তা করেনি। সেই টেপরি রানীর কথা উঠে এসেছে গানে।’

গানটির মিউজিক ভিডিও নির্মিত হচ্ছে। নির্মাণ করছেন সৈয়দ তানভীর আহমেদ। শিগগির এটি অন্তর্জালে প্রকাশ পাবে।




রাইজিংবিডি/ঢাকা/৬ জানুয়ারি ২০১৮/রাহাত/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়