ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মুমিনুলের ডাবলে এগিয়ে ইসলামী ব্যাংক

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ১০ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুমিনুলের ডাবলে এগিয়ে ইসলামী ব্যাংক

ক্রীড়া প্রতিবেদক : আগের দিনই নিজের কাজটা করে রেখেছিলেন মুমিনুল হক। ১৬৯ রানে অপরাজিত থেকে আজ বিসিএলের দ্বিতীয় দিনের খেলা শুরু করেন মুমিনুল।

ক্যারিয়ারের দ্বিতীয় ডাবলে পৌঁছাতে তার প্রয়োজন ছিল ৩১ রান। সকালের সেশনে দারুণ ব্যাটিং করে দ্রুতই ডাবল সেঞ্চুরি তুলে নেন ইসলামী ব্যাংকের এ ব্যাটসম্যান। প্রায় শেষ পর্যন্ত একাই দলের স্কোর টেনে নেন বাঁহাতি এ ব্যাটসম্যান। তার ক্যারিয়ার সেরা ২৫৮ রানের সুবাদে ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংকের বিপক্ষে তুলে ৫৪৬ রান। ব্যাট হাতে সেঞ্চুরি তুলে নেন জাকির হাসান। বাঁহাতি উইকেট রক্ষক এ ব্যাটসম্যান করেন ১১৯ রান।

ইসলামী ব্যাংকের রান তাড়া করতে গিয়ে প্রাইম ব্যাংক ৩ উইকেটে তুলেছে ১২৮ রান। তুষার ইমরান ২২ ও মোসাদ্দেক হোসেন ৪২ রানে অপরাজিত রয়েছেন। সাজঘরে ফিরেছেন শাহরিয়ার নাফিস (২৯), সৌম্য সরকার (১৯), মেহেদী হাসান (৯)।

 



৩৪৪ বলে ২৫৮ রানের ইনিংসটি মুমিুনল সাজান ২৩ চার ও ৩ ছক্কায়। ৭৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করে অনেকটাই বুঝিয়ে দেন শুধু টেস্ট নয় ওয়ানডে দলেও তাকে বিবেচনায় আনা যেতে পারে। এর আগে ২০১৫-১৬ মৌসুমে ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে বগুড়ায় চট্টগ্রাম বিভাগের হয়ে বরিশালের বিপক্ষে ২৩৯ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি।

মুমিনুলের সঙ্গে তাল মিলিয়ে ব্যাটিং করেন জাকির হাসান। ১৬৯ বলে ৬ চার ও ৪ ছক্কায় ১১৯ রান করেন জাকির। ইসলামী ব্যাংক দারুণ ব্যাটিং করলেও বল হাতে দ্যুতি ছড়ান আব্দুর রাজ্জাক। প্রাইম ব্যাংকের এ স্পিনার ৪০.৫ ওভার বোলিং করে ১৭৮ রানের খরচে নেন ৬ উইকেট। এছাড়া ৩টি উইকেট নেন সাকলায়েন সজীব।

৪১৮ রানে এগিয়ে থেকে দিন শেষ করেছে মুমিনুল হকের ইসলামী ব্যাংক। শেষ দুদিনে তারা জয় পায় কিনা সেটাই দেখার।



রাইজিংবিডি/ঢাকা/১০ জানুয়ারি ২০১৮/ইয়াসিন/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়