ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রধান কার্যালয়ে দুদকের অভিযান

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ১১ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রধান কার্যালয়ে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক : ‘প্রকাশ্যে চলছে ঘুষ লেনদেন’ হটলাইন-১০৬ এ এমন অভিযোগ পাওয়ার পর রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার এলাকায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্যালয়ে দুদক পরিচালক কাজী শফিকুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় অফিসের প্রতিটি ফ্লোরে সিসি টিভি সার্ভিস চালু রাখার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে সিসি টিভি ফুটেজের ডাটা ৩০ দিন পর্যন্ত সংরক্ষণের অনুরোধ জানায় দুদক টিম।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে বলেন, ‘আজ সকালে কমিশনের অভিযোগ কেন্দ্রের হটলাইন-১০৬ এ জনৈক ব্যক্তি অভিযোগ করেন রপ্তানি উন্নয়ন ব্যুরো কার্যালয়ে প্রকাশ্য দিবালোকেই ঘুষ-লেনদেন চলছে। এ সময় অভিযোগকারী বেশ কয়েকজন কর্মকর্তার নাম এবং পদবি জানিয়ে প্রতিটি দপ্তরে ঘুষের টাকা গুণে গুণে নেওয়া হয় বলে জানান।’

প্রনব আরো বলেন, ‘অভিযোগ পাওয়ার পর দ্রুত কমিশনের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালককে (প্রশাসন) অবহিত করা হয়। তিনি তাৎক্ষণিকভাবে আজকের  স্ট্রাইকিং ফোর্সের দায়িত্বপ্রাপ্ত পরিচালক কাজী শফিকুল আলমকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তাৎক্ষণিকভাবে ওই পরিচালকের নেতৃত্বে কমিশনের সশস্ত্র পুলিশ ইউনিট কারওয়ান বাজার এলাকায় রপ্তানি উন্নয়ন ব্যুরো কার্যালয়ে অভিযান পরিচালনা করে।’

অভিযানের বিষয়ে দুদক জানায়, দুদকের পরিচালক কাজী শফিকুল আলম রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্যের সঙ্গে অভিযোগগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ওই অফিসের প্রতিটি ফ্লোরে সিসি টিভি সার্ভিলেন্স চালু রাখার অনুরোধ করেন। সিসি টিভি ফুটেজের ডাটা ৩০ দিন পর্যন্ত সংরক্ষণের অনুরোধ জানান তিনি।’ 

দুদক জানায়, অভিযানকালে কাজী শফিক জিএসপি ইস্যুর ক্ষেত্রে ঘুষ-দুর্নীতি যাতে না ঘটে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য ভাইস চেয়ারম্যানকে অনুরোধ জানান এবং বলেন, এ বিষয়ে প্রয়োজনে দুদক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। এছাড়া অনিয়মের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানান দুদক পরিচালক।



রাইজিংবিডি/ঢাকা/১১ জানুয়ারি ২০১৭/এম এ রহমান/মুশফিক/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়