ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিশ্ব ইজতেমায় ড্যাবের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ১২ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্ব ইজতেমায় ড্যাবের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

জ্যেষ্ঠ প্রতিবদেক : টঙ্গীর তুরাগ পাড়ে শুরু হওয়া বিশ্ব ইজতেমায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাব।

প্রতিবছরের মতো এবারো কেন্দ্রীয় ড্যাব এবং গাজীপুর ড্যাব-এর উদ্যোগে ইজতেমায় আগত মুসল্লিদের চিকিৎসা সেবা প্রদান শুরু হয়েছে। ড্যাব মহাসচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেনের তত্ত্বাবধানে ড্যাব-এর বিশেষজ্ঞ চিকিৎসকরা এই চিকিৎসা সেবা কার্যক্রমে অংশ নিচ্ছেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন ডা. এজেডএম জাহিদ হোসেন এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার।

এ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. এম এ কুদ্দুস, ড্যাব কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন. ড্যাব-এর ১ম যুগ্ম মহাসচিব ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর ড্যাব-এর সভাপতি ডা. এবিএম মুসা, সাধারণ সম্পাদক ডা. কামরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

অধ্যাপক ডা. আশরাফ উদ্দিন, ডা. শাহজাহান সিরাজ, ডা. সাইফুদ্দিন নিশাত, ডা. শামিউল আলম সুহান, ডা. শামসুদ্দিন রানা, ডা. শরফুদ্দিন আসিক, ডা. আব্দুল কাদের সজিব, ডা. বুলবুল, ড. শরীফ, ডা. রাশেদসহ ৩০ জন ডাক্তার চিকিৎসা সেবা প্রদানে অংশগ্রহণ করেন।

দুই পর্বে বিভক্ত বিশ্ব ইজতেমার শেষ দিন পর্যন্ত ড্যাব পরিচালিত এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিদিন বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের চিকিৎসা সেবা প্রদান করবে সংগঠনটি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ জানুয়ারি ২০১৮/রেজা/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়