ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাণিজ্যমেলায় রপ্তানি আদেশ ১৬০ কোটি ৫৭ লাখ টাকা

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ৪ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাণিজ্যমেলায় রপ্তানি আদেশ ১৬০ কোটি ৫৭ লাখ টাকা

অর্থনৈতিক প্রতিবেদক : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৩তম আসরে রপ্তানি আদেশ এসেছে ১৯ দশমিক ৪৬ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৬০ কোটি ৫৭ লাখ টাকা)।

বেচাবিক্রি হয়েছে প্রায় ৮৭ কোটি ৮৩ লাখ টাকার। আগের বছরের তুলনায় এবার আদেশ বেশি এসেছে ৮ দশমিক ৭১ মিলিয়ন ডলার।

রোববার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

আনুষ্ঠানিকভাবে শেষ হলো ক্রেতা-বিক্রেতার মিলনমেলা হিসেবে পরিচিত ২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০১৮। গত ৩১ জানুয়ারি মেলা শেষ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ব্যবসায়ীদের অনুরোধে মেলার সময় আরো চার দিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় ইপিবি। ফলে আজ শেষ হলো এ মেলা।

এবারের ২৩তম আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ছোট-বড় মিলিয়ে ৫৮৯টি স্টল ও প্যাভিলিয়ন ছিল। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরির মোট প্যাভিলিয়ন ছিল ১১২টি। ৭৭টি মিনি প্যাভিলিয়ন ছাড়াও ছিল ৪০০টি স্টল। ১৭টি দেশের মোট ৪৩টি প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়।



রাইজিংবিডি/ঢাকা/৪ জানুয়ারি ২০১৮/নাসির/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়