ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লাইসেন্সপ্রাপ্ত কোনো মাল্টি লেভেল কোম্পানি দেশে নেই

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লাইসেন্সপ্রাপ্ত কোনো মাল্টি লেভেল কোম্পানি দেশে নেই

নিজস্ব প্রতিবেদক, সংসদ থেকে : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বর্তমানে দেশে লাইসেন্সপ্রাপ্ত কোনো মাল্টি লেভেল কোম্পানি নেই।’

মঙ্গলবার জাতীয় সংসদে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলামের লিখিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

তিনি বলেন, ‘এমএক্স এন মর্ডান হারবাল ফুড লি., রিচ বিজনেস সিস্টেম লি., স্বাধীন অনলাইনন পাবলিক লি., ওয়ার্ল্ড মিশন-২১ লি. এবং জার ইলেকট্রনিক পালস লি. নামের পাঁচটি এমএলএম কোম্পানিকে রেজিস্টার, জয়েন্ট স্টক কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে লাইসেন্স প্রদান করা হয়েছিল। পরবর্তীকালে তদন্তকালে প্রতিষ্ঠানগুলোর অনিয়ম পরিলক্ষিত হওয়ায় উক্ত পাঁচ প্রতিষ্ঠানের লাইসেন্স আর নবায়ন করা হয়নি।

তোফায়েল আহমেদ বলেন, ‘এমএলএম ব্যবসার নামে জনগণকে কেউ যাতে প্রতারিত করতে না পারে সেই লক্ষ্যে সরকার মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এবং মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০১৪ ও সংশোধিত বিধিমালা, ২০১৪ প্রণয়ন করেছে। আইন অমান্য করে কেউ এমএলএম ব্যবসা পরিচালনা করলে তাহাকে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদানের বিধান রয়েছে।’

মন্ত্রী বলেন, ‘আইনভঙ্গ করে অবৈধভাবে কেউ এমএলএম ব্যবসা পরিচালনা করলে তার বিরুদ্ধে উক্ত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে পত্র দেওয়া হয়েছে।’

সাংসদ জাহান আরা বেগম সুরমার (মহিলা আসন-৩২) এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত আট বছরে সরকারের আন্তরিক প্রচেষ্টায় ২০০৯-১০ অর্থবছরে রপ্তানি আয় ১৬২০৪.৬৫ মিলিয়ন মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে ২০১৬-১৭ অর্থবছরে তা ৩৪৮৪৬.৮৪ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ২০০৯-১০ অর্থবছরে ১৬২০৪.৬৫, ২০১০-১১ অর্থবছরে ২২৯২৮.২২, ২০১১-১২ অর্থবছরে ২৪৩০১.৯০, ২০১২-১৩ অর্থবছরে ২৭০২৭.৩৬, ২০১৩-১৪ অর্থবছরে ৩০১৮৬.৬২, ২০১৪-১৫ অর্থবছরে ৩১২০৮.৯৪, ২০১৫-১৬ অর্থবছরে ৩৪২৫৭.১৮ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৮/আসাদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়