ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিএইচবিএফসির নতুন চেয়ারম্যান সেলিম উদ্দিন

কেএমএ হাসনাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ১ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএইচবিএফসির নতুন চেয়ারম্যান সেলিম উদ্দিন

বিশেষ প্রতিবেদক : বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ, এমবি।

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন আদেশ, ১৯৭৩ এর ৭(১) এবং ৮(১) ধারার বিধান মতে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ২৭ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করার পর ঐদিনই আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপনটি জারি হয়।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো.  রিজওয়ানুল হুদা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপেরেশনের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান শেখ আমিনউদ্দিন আহমেদের পরিবর্তে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং রূপালী ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক ড. মো. সেলিম উদ্দিনকে উক্ত করপোরেশনের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে এ আদেশ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১ মার্চ ২০১৮/হাসনাত/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়