ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘ব্যাংকিং খাতে দুরাবস্থা বিরাজ করছে’

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৭, ১২ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ব্যাংকিং খাতে দুরাবস্থা বিরাজ করছে’

নিজস্ব প্রতিবেদক : অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেন, ‘যত্রতত্র ঋণ প্রদান, অব্যবস্থাপনাসহ যথাযথ নজরদারির অভাবে দেশের ব্যাংকিং খাতে দুরাবস্থা বিরাজ করছে।’

সোমবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বিশিষ্টজন, অর্থনীতিবিদ ও পেশাজীবীদের নিয়ে প্রাকবাজেট আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

রেহমান সোবহান বলেন, ‘বেপরোয়া ঋণ প্রদানে অনেক ব্যাংকই সীমা অতিক্রম করে ফেলেছে। যার ফলে মূলধন সংকট বাড়ছে। প্রতিবছর সংস্কার কার্যক্রমের নামে অকার্যকর কর্মসূচি নেওয়া হচ্ছে। এটি মূলত দীর্ঘ সময়ের কাঠামোগত সমস্যার ফল, যা সমাধানে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।’

তিনি বলেন, ‘মেগা প্রকল্পগুলোতে দীর্ঘ মেয়াদে ব্যয় বাড়ছে। সময়ের কাজ সময়ে শেষ করতে না পারায় যেমন ব্যয় বাড়ছে, তেমনি ভোগান্তিরও সৃষ্টি হচ্ছে। উন্নয়ন প্রস্তাবনা অনুযায়ী সময়ের কাজ সময়ে শেষ না পারলে মেগা প্রকল্প থেকে ফল আসবে না।’

রেহমান সোবহান বলেন, ‘দেশের ক্যাপিটাল মার্কেটে বিশৃঙ্খলা বিরাজ করছে। এই খাতের সংস্কার না করলে এই মার্কেট থেকে কাঙ্ক্ষিত ফল আসবে না।’



রাইজিংবিডি/ঢাকা/১২ মার্চ ২০১৮/হাসিবুল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়