ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

প্যাটেন্ট সহায়তা বিষয়ক আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ১৯ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্যাটেন্ট সহায়তা বিষয়ক আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর

অর্থনৈতিক প্রতিবেদক : প্যাটেন্ট সহায়তা বিষয়ক আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে মন্তব্য করেছেন বিশ্ব মেধাসম্পদ সংস্থার উপ-মহাপরিচালক জন বি. স্যান্ডেজ।

তিনি বলেন, এ চুক্তির ফলে বাংলাদেশের শিল্প খাতে অবকাঠামোগত উন্নয়ন, তথ্য প্রযুক্তির প্রয়োগ বৃদ্ধি এবং পরিবেশবান্ধব সবুজ শিল্পায়নের প্রয়াস জোরদার হবে। ইতিমধ্যে বিশ্ব মেধাসম্পদ সংস্থার ১৫২টি সদস্য রাষ্ট্র এ চুক্তিতে স্বাক্ষরও করেছে।

সোমবার শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশে সফররত বিশ্ব মেধাসম্পদ সংস্থার উপ-মহাপরিচালক জন বি. স্যান্ডেজ শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠককালে এ কথা বলেন।

উপ-মহাপরিচালক বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতির প্রশংসা করেন বলেন, টেকসই শিল্পায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার গৃহীত উদ্যোগের ফলে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হচ্ছে। প্যাটেন্ট সহায়তাবিষয়ক চুক্তিতে স্বাক্ষর করলে এদেশে আরো বেশি বিনিয়োগ আসবে। বাংলাদেশে সবুজ শিল্পায়নের প্রয়াস বেগবান করতে বিশ্ব মেধাসম্পদ সংস্থার কারিগরি সহায়তা অব্যাহত থাকবে। এ চুক্তিতে স্বাক্ষরের ফলে ট্রিপস চুক্তির সুবিধা পেতে কোনো সমস্যা হবে না বলেও জানান তিনি।

বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ দ্রুত সমৃদ্ধির মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটিয়ে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। চলতি সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এ অর্জন উদযাপন করা হবে। সরকার দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। প্যাটেন্ট সহায়তা বিষয়ক আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষরের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

বৈঠকে শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ্, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস্ অধিদপ্তরের (ডিপিডিটি) রেজিস্ট্রার মো. সানোয়ার হোসেনসহ শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৮/নাসির/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়