ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ব্যবসার প্রথম তিন বছর ট্যাক্স হলিডে চায় উইমেন চেম্বার

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫১, ৮ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যবসার প্রথম তিন বছর ট্যাক্স হলিডে চায় উইমেন চেম্বার

অর্থনৈতিক প্রতিবেদক : জাতীয় অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে আগামী অর্থ বছরের বাজেটে নারী উদ্যোক্তাদের ব্যবসা শুরুর প্রথম তিন বছর ট্যাক্স হলিডে চায় বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)।

রোববার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে ২০১৮-১৯ অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় সংগঠনটি এ প্রস্তাব দেয়।

নারী উদ্যোক্তারা বলেন, পিছিয়ে পড়া নারীদের সামনে এগিয়ে নিতে তাদের ব্যবসা শুরুর ক্ষেত্রে প্রথম তিন বছর ট্যাক্স হলিডে প্রয়োজন। এ সুবিধা দেওয়া হলে সব শ্রেণির নারী উদ্যোক্তারা সমানতালে এগিয়ে যেতে পারবেন। একই সঙ্গে জাতীয় অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়বে।

এ সময় বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) সিনিয়র সহ-সভাপতি সঙ্গীতা আহমেদ নারী উদ্যোক্তাদের পক্ষে বেশকিছু প্রস্তাবনা তুলে ধরেন।

আগামী অর্থ বছরের বাজেটে নারীদের করমুক্ত আয় সীমা চার লাখ টাকা করার প্রস্তাব দিয়ে সংগঠনটি আরো জানায়,  আয়করের ক্ষেত্রে পরবর্তী স্লাবের  নির্ধারিত মোট আয়করের ওপর ৫০ শতাংশ রেয়াত সুবিধা দেওয়া যেতে পারে। যা সর্বোচ্চ ৮ লাখ টাকা আয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বর্তমা‌নে নারী‌দের করমুক্ত আয় সীমা তিন লাখ টাকা র‌য়ে‌ছে।

এ ছাড়া রয়েছে সরকার ঘোষিত থোক বরাদ্ধ ১০০ কোটি টাকা চলমান রাখা, নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয়ের পরিমাণ ৫০ লাখ টাকা পর্যন্ত ভ্যাট ও ট্যাক্স মওকুফ করা এবং নারী উদ্যোক্তা কর্তৃক ও নারী উদ্যোক্তাদের জন্য আমদানিকৃত মেশিনারির ওপর কর মওকুফের প্রস্তাব করা হয়।

আলোচনা সভায় এনবিআরের চেয়ারম্যান মোরাররফ হোসেন ভুঁইয়া এনডিসি সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন এনবিআর সদস্য কানন কুমার রায়, ফিরোজ শাহ আলম, রেজাউল হাসান, বিডব্লিউসিসিআই সহ-সভাপতি সেলিনা কাদেরসহ ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিভিন্ন পর্যায়ের নেতারা।



রাইজিংবিডি/ঢাকা/৮ এপ্রিল ২০১৮/ এম এ রহমান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়