ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

উন্নয়ন বাধাগ্রস্ত করতে জঙ্গিবাদ ঢোকানো হয়েছে : আইজিপি

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৭, ১১ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উন্নয়ন বাধাগ্রস্ত করতে জঙ্গিবাদ ঢোকানো হয়েছে : আইজিপি

নিজস্ব প্রতিবেদক, রংপুর : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘দেশের উন্নয়ন ও পথচলাকে বাধাগ্রস্ত করতেই আমাদের দেশে জঙ্গিবাদ ঢোকানো হয়েছে। আমরা পিছপা হইনি। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। জঙ্গি নির্মূলে বিশ্বে রোল মডেল হয়েছি।’

তিনি বলেন, ‘আমাদের দেশে অঞ্চলভেদে অপরাধের ধরন ভিন্ন হয়। তাই বিশেষ ইউনিট কাজ করছে। যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সকলের সহযোগিতা চাই।’

বুধবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জঙ্গি ও মাদক প্রতিরোধ বিষয়ক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে আইজিপি বলেন, ‘মাদক ও জঙ্গিবাদের মূল টার্গেট আপনারা। তাই ছাত্রদের সচেতন হতে হবে। কোমলমতি শিক্ষার্থীদেরকে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে তাদের দলে ভেড়ানো হচ্ছে। তাই বন্ধু নির্বাচনে সজাগ হতে হবে।’

দেশের উন্নয়নে মাদক ও জঙ্গিবাদ প্রধান প্রতিবন্ধকতা উল্লেখ করে তিনি বলেন, ‘সারা বিশ্বে জঙ্গিবাদ প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশ্বব্যাপী জঙ্গিবাদ দমনে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরাও দেশে জঙ্গিবাদের বিষয়ে জিরো টলারেন্স নীতি পালন করছি।’

পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি মাদককে ‘মারণব্যাধি’ উল্লেখ করে বলেন, ‘মাদক পরিবার, সমাজ ধ্বংস করে দিচ্ছে। সমাজের শান্তি-শৃঙখলা নষ্ট করে দিচ্ছে। আমরা মাদক নিরাময়ে পুনর্বাসন কর্মসূচি চালাচ্ছি। যারা ফিরে আসতে চায় তাদের জন্য সবসময় সহযোগিতার হাত খোলা থাকবে। সবার সহযোগিতা পেলে মাদক নির্মূলে আমরা বিশ্বে রোল মডেল হতে পারব।’

বিশেষ অতিথির বক্তব্যে রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, ‘ইসলাম ধর্মকে বিতর্কিত করতেই জঙ্গিরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় তা দূর করতে হবে। ছাত্র-শিক্ষক সবাইকে দেশের স্বার্থে জঙ্গিবাদ নির্মূল করতে হবে। দেশের আইনশৃঙ্খলা ঠিক না থাকলে কোনোকিছুই ঠিকভাবে চলবে না।’

মাদকের বিষয়ে তিনি বলেন, ‘শুধু প্রশাসন চাইলে মাদক নির্মূল করা সম্ভব না। সবার সহযোগিতা প্রয়োজন। আমরা মাদক ব্যবসায়ীদের মাদক ব্যবসা থেকে সরিয়ে এনে তাদেরকে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করছি। যারা আত্মসমর্পণ করবে তাদের জন্য এই সুযোগ সবসময় থাকবে।’

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমানের সঞ্চালনায় ও  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে সমাবেশে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর উপউপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার, বেরোবি শিক্ষক সমিতির সভাপতি গাজী মাজহারুল আনোয়ার, প্রক্টর ড. ফরিদুল ইসলাম, বেরোবি ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া, সাধারণ সম্পাদক নোবেল শেখ প্রমুখ।



রাইজিংবিডি/রংপুর/১১ এপ্রিল ২০১৮/নজরুল মৃধা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়