ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

৯ মাসে এডিপি বাস্তবায়ন ৪৫.৬৫ শতাংশ

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ১১ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৯ মাসে এডিপি বাস্তবায়ন ৪৫.৬৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৪৫ দশমিক ৬৫ শতাংশ। গত অর্থবছরের প্রথম নয় মাসে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৪৫ দশমিক ১৫ শতাংশ।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে মিট দ্য প্রেসে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, আমাদের প্রকল্পগুলোর কাজের মান ভালো হচ্ছে। আরো তিন মাস পর চলতি অর্থবছর শেষ হবে। এ তিন মাসে এডিপি বাস্তবায়ন আরো বেশি হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত উন্নয়ন বরাদ্দের ৭১ হাজার ৯৪১ কোটি টাকা ব্যয় হয়েছে। গত অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল ৫৩ হাজার ৮৬৪ কোটি টাকা।

প্রসঙ্গত, চলতি অর্থবছরে এডিপির আকার ১ লাখ ৫৭ হাজার ৫৯৪ কোটি টাকা।



রাইজিংবিডি/ঢাকা/১১ এপ্রিল ২০১৮/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়