ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

নির্বাচনী বছরে বাজেটে নতুন উদ্যোগ নয় : অর্থমন্ত্রী

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৪, ১২ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্বাচনী বছরে বাজেটে নতুন উদ্যোগ নয় : অর্থমন্ত্রী

অর্থনৈতিক প্রতিবেদক : নির্বাচনী বছরে বাজেট প্রণয়নের  ক্ষেত্রে নতুন কোনো উদ্যোগ নেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের পারমর্শক কমিটির ৩৯তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিতত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলামসহ এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এফবিসিসিআইয়ের প্রাক্তন ও বর্তমান নেতারা।

অর্থমন্ত্রী বলেন, ‘এবার নির্বাচনী বছর। নির্বাচনী বছরে নতুন উদ্যোগ নেওয়া যায় না। পুরাতন ইস্যুতে কাজ করতে হয়। আগের নেওয়া উদ্যোগগুলো বাস্তবায়নই মূল উদ্দেশ্য থাকবে’।

অর্থমন্ত্রী বলেন, এখন অ্যাগ্রোপ্রসেসিং (কৃষি প্রক্রিয়াজাত) শিল্প ভালো হচ্ছে। সরকার এ খাতকে বেশি গুরুত্ব দিচ্ছে। আগামী বাজেটেও এটা অব্যাহত থাকবে।  এছাড়া কৃষি যন্ত্রপাতি আমদানিতে সুযোগ সুবিধা দেওয়া হবে। সরাসরি রপ্তানির ক্ষেত্রে নগদ সহায়তা (ক্যাশ ইনসেটিভ) দেওয়া হবে।

তিনি বলেন, গত ১০ বছরে এনবিআরের অনেক পরির্বতন হয়েছে। এখন কর দাতারা আগের মত হয়রানির শিকার হচ্ছে না। এর ফলে এখন ৩০ লাখের ওপরে করদাতা ছাড়িয়েছে।

আগামী ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে করমুক্ত আয় সীমা বাড়ানো, করপোরেট কর হার কমানোর দাবি করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।

এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন সার্বিকভাবে আমদানি শুল্ক ও  মুসক সম্পর্তি লিখিত বেশকিছু প্রস্তাব করেন। এর মধ্যে রয়েছে, ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা সাড়ে ৩ লাখ টাকা, করপোরেট কর ২ দশমকি ৫ শতাংশ কমিয়ে সব কোম্পানির করের হার নির্ধারণ করা। ব্যক্তিগত করদাতার প্রদর্শিত নিট পরিসম্পদের ভিত্তিতে সারচার্জের শূন্য শতাংশের সিমা ৩ কোটি টাকায় বাড়ানোর প্রস্তাব করেন।  এছাড়াও দ্বৈত করে নীতি বাতিলের দাবি করা হয়। রপ্তানির ক্ষেত্রে তৈরি পোশাকের সব পণ্যে ভ্যাট প্রত্যাহারের দাবি করেন। দেশীয় শিল্পের মৌলিক কাঁচামাল এবং রসায়নিক জাতীয় পণ্যের ক্ষেত্রে ৫ শতাংশের পরিবর্তে ৩ শতাংশ শুল্ক স্তর নির্ধারনের প্রস্তাব করা হয়।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে এনবিআর ও এফবিসিসিআই।



রাইজিংবিডি/ঢাকা/১২  এপ্রিল ২০১৮/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়