ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বজ্রপাতের শব্দ সহ্য হয়নি কৃষক হাবিবুরের

সেলিম আব্বাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৯, ১০ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বজ্রপাতের শব্দ সহ্য হয়নি কৃষক হাবিবুরের

জামালপুর সংবাদদাতা: বজ্রপাতের শব্দ সহ্য করতে পারেননি জামালপুরের কৃষক হাবিবুর রহমান (৫৬)। বজ্রপাতের বিকট শব্দে প্রথমে তিনি জ্ঞান হারান, পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ঘটনাটি ঘটে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মৌলভীর চরে বুধবার সকালে। ওই সময় তিনি বৃষ্টির মধ্যে মাঠে কাজ করছিলেন।

বজ্রপাতের শব্দ এই কৃষকের মৃত্যুর কারণ হওয়া বিষয়টি এলাকায় আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে।

মৃত কৃষক মো. হাবিবুর রহমানের স্বজনরা জানান, হাবিবুর রহমান ওইদিন অন্যান্য কৃষি শ্রমিকদের সাথে বাড়ির কাছেই ধান কাটতে যান। সকাল নয়টার দিকে ধান খেতের কাছাকাছি বজ্রপাত ঘটে। এর শব্দ এতটাই বিকট ছিল যে, তা এ কৃষক মোটেই সহ্য করতে পারেননি। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সানন্দবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে তাকে পার্শবর্তী কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাবিবুর রহমানের ভাতিজা দেওয়ানগঞ্জ উপজেলার হারুয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা জামানও বজ্রপাতের বিকট শব্দই এই মৃত্যুর কারণ বলে জানান।



রাইজিংবিডি/জামালপুর/১০ মে ২০১৮/সেলিম আব্বাস/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়