ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রয়োজন হলে খালেদার উন্নত চিকিৎসা : স্বরাষ্ট্রমন্ত্রী

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ১২ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রয়োজন হলে খালেদার উন্নত চিকিৎসা : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রয়োজন হলে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। তার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া হবে।

শনিবার দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে প্রকৌশলীদের এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপির চিঠি এখনো আমার হাতে আসেনি। বিএনপি চেয়ারপারসনকে সরকারের চিকিৎসকরা দেখছেন। তাদের পরামর্শ অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সেভাবেই চলছে চিকিৎসা।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়াকে ব্যক্তিগত চিকিৎসকরাও দেখছেন। সেই সুযোগও দেওয়া হচ্ছে। একই সঙ্গে কারাবিধি অনুযায়ী প্রয়োজনে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।’

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালত। এরপর থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন তিনি।



রাইজিংবিডি/ঢাকা/১২ মে ২০১৮/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়