ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সিআইএস-বিসিসিআই প্রতিনিধিদলের রাশিয়া যাত্রা

অগাস্টিন সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৮, ২৪ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিআইএস-বিসিসিআই প্রতিনিধিদলের রাশিয়া যাত্রা

ডেস্ক রিপোর্ট : ‘সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনোমিক ফোরাম (এসপিআইইএফ)-২০১৮’ সম্মেলনে যোগ দিতে রাশিয়া গেল কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটস ও বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিআইএস-বিসিসিআই) এর ব্যবসায়ী প্রতিনিধি দল।

চেম্বারের প্রেসিডেন্ট মো. হাবীব উল্লাহ ডনের নেতৃত্বে সফরে আরো অংশ নেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী দ্বীন, পরিচালক মাহবুব ইসলাম রুনু, সাধারণ সদস্য  শেখ ফয়েজ আলম এবং আব্দুল লতিফ সরকার ।

বুধবার সকাল সোয়া ১০টায় এমিরেটস এয়ারলাইন্স যোগে শাহজালাল বিমানবন্দর থেকে প্রতিনিধি দলটি ঢাকা ত্যাগ করে।

এসপিআইইএফের অরগানাইজিং কমিটির আমন্ত্রণে ২৪ থেকে ২৬ মে সেন্ট পিটার্সবার্গের এ সম্মেলনে যোগ দেবেন সিআইএস-বিসিসিআইয়ের সদস্যবৃন্দ।

বাংলাদেশ থেকে প্রতিবছর সিআইএস-বিসিসিআইয়ের প্রতিনিধি দল এ ফোরামে অংশগ্রহণ করে আসছে যেখানে বিশ্বের দেড়শতাধিক দেশ থেকে প্রায় ১৪ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন।

প্রসঙ্গত, ১৯৯৭ সাল থেকে সারা বিশ্বের ব্যবসায়ী নেতাদের নিয়ে সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরাম অনুষ্ঠিত হয়ে আসছে যা ২০০৬ সাল থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পৃষ্ঠপোষকতায় আরো বেগবান হয়। বিজ্ঞপ্তি।




রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৮/অগাস্টিন সুজন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়