ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘প্রত্যাশার চেয়েও বেশি ভালোভাবে সেরে উঠছেন নেইমার’

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪০, ২৪ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রত্যাশার চেয়েও বেশি ভালোভাবে সেরে উঠছেন নেইমার’

নেইমার দ্য সিলভা

ক্রীড়া ডেস্ক : মার্সেইর বিপক্ষে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে ২৫ ফেব্রুয়ারি ইনজুরিতে পড়েন নেইমার। সেই থেকে আর খেলতে পারেননি। তার বিশ্বকাপে খেলা নিয়েও এক সময় শঙ্কা জেগেছিল। কিন্তু তারপরও তাকে ব্রাজিলের স্কোয়াডে রাখা হয়েছে।

আশা করা হচ্ছে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন তিনি। ইনজুরি থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন নেইমার। প্রতিদিন অনুশীলন করছেন। আজ বৃহস্পতিবার ব্রাজিলের ফিটনেস কোচ ফ্যাবিও মাহসেরেদজিয়ান জানিয়েছেন নেইমার প্রত্যাশার চেয়েও বেশ ভালোভাবে সেরে উঠছে। তবে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন কিনা সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি।

তিনি বলেন, ‘নেইমার প্রত্যাশার চেয়েও বেশি ভালোভাবে সেরে উঠছে। আস্তে আস্তে তার স্বাভাবিক মুভমেন্ট ফিরে পাচ্ছে। ইতিমধ্যে সে বল নিয়ে অনুশীলন শুরু করেছে, ড্রিবলিং করছে। পরবর্তী ধাপ হল দলের সঙ্গে অনুশীলন করা। তারপর ম্যাচ খেলা। সবকিছুই তার স্বস্তির মধ্যে রেখেই করা হচ্ছে। বিশ্বকাপের আগে যে কয়দিন বাকি আছে সেগুলোতে সে দলের সঙ্গে অনুশীলন করবে। আশা করছি বিশ্বকাপের আগেই সে পুরোপুরি সেরে উঠবে।’

বিশ্বকাপে মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩ জুন ও অস্ট্রিয়ার বিপক্ষে ১০ জুন। তবে প্রস্তুতি ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কম। এ বিষয়ে ফ্যাবিও বলেন, ‘আসলে নেইমার প্রস্তুতি ম্যাচে খেলতে পারবে কী পারবে না, সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। সে খুবই উচ্চমানের ফুটবল খেলে। সে খেললে তার ইউনিক টেকনিকগুলো ব্যবহার করে আমাদের সাহায্য করতে পারবে। কিন্তু আমরা তো এখনো নিশ্চিত করে বলতে পারছি না যে ঠিক আর কত সময় লাগবে তার পুরোপুরি সেরে উঠতে।’




রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়