ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর ছবি অবমাননার দায়ে গ্রেপ্তার ১

ফরহাদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৯, ২৯ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর ছবি অবমাননার দায়ে গ্রেপ্তার ১

লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরের কমলনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননা করে ফেসবুকে প্রচারের দায়ে এনায়েত হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনায় মনির হোসেন নামে আরেক ব্যক্তি বাদী হয়ে কমলনগর থানায় তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

এর আগে সোমবার রাতে ফজুমিয়ার হাট বাজার থেকে এনায়েতকে আটক করা হয়। সে চর পাগলা গ্রামের সাফিউল্যার ছেলে। বাদী মনির চর ঠিকা গ্রামের আনিছুল হকের ছেলে। তারা উভয়ে চর কাদিরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা।

জানা যায়, এনায়েত হোসেন ফেসবুকে মনির হোসেনের নামে একটি ফেক আইডি খুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননা করে ফেসবুকে প্রচার করে। এতে মনির বাদী হয়ে তার বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা করেন।

কমলনগর থানার উপ-পুলিশ পরিদর্শক মো. জহির উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর ছবি অবমাননা করে ফেসবুকে প্রচার করায় তথ্য-প্রযুক্তি আইনে মনির বাদী হয়ে মামলা করেন। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



রাইজিংবিডি/লক্ষ্মীপুর/২৯ মে ২০১৮/ফরহাদ হোসেন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়