ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

চারঘাটে ৫০ হাজার লিটার মদ ধ্বংস, দুজনের কারাদণ্ড

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ১২ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চারঘাটে ৫০ হাজার লিটার মদ ধ্বংস, দুজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ৫০ হাজার লিটার চোলাই মদ ধ্বংস করেছে র‌্যাব। সোমবার সন্ধ্যায় র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।

মদ প্রস্তুতের অপরাধে এ সময় দুজনকে আটকও করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাজা দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দণ্ডিতরা হলো- রাজশাহীর বাঘা উপজেলার উত্তরগাঁওপাড়া গ্রামের আক্কেল আলীর ছেলে আবদুল হালিম (৪৫) ও চারঘাটের ভায়ালক্ষিপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোখলেসুর রহমান (৪৫)।

এদের মধ্যে হালিমকে এক বছর এবং মোখলেসুরকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল ইসলাম এ দণ্ড দেন।

র‌্যাব জানায়, চোলাই মদ প্রস্তুতের গোপন সংবাদের ভিত্তিতে মোখলেসুরের বাড়িতে এ অভিযান চালানো হয়। এ সময় মদ তৈরির সময় হালিম ও মোখলেসুরকে হাতেনাতে আটক করা হয়। ঘটানাস্থলে জব্দ করা ৫০ হাজার লিটার চোলাই মদ ধ্বংস করা হয়েছে।

এছাড়া দণ্ডপ্রাপ্তদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।



রাইজিংবিডি/রাজশাহী/১২ জুন ২০১৮/তানজিমুল হক/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়