ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৩০০৫ কোটি টাকা ব্যয়ে ১৮ ক্রয় প্রস্তাব অনুমোদন

কেএমএ হাসনাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ১২ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩০০৫ কোটি টাকা ব্যয়ে ১৮ ক্রয় প্রস্তাব অনুমোদন

বিশেষ প্রতিবেদক : সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ৩ হাজার ৫ কোটি ৭৮ লাখ টাকার ১৮টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ১ হাজার ৩৩৯ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ রেলওয়ের ঢাকা-টঙ্গী সেকশনে ৩য় ও ৪র্থ ডুয়েলগেজ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় বিভিন্ন কাজের ক্রয় প্রস্তাব রয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সরকারি অন্য কাজে ব্যস্ত থাকায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে বৈঠক হয়। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান।

অতিরিক্ত সচিব বলেন, বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০১৭-২০১৮ অর্থবছরের জন্য ১ হাজার ৯০৮ মেট্রিক টন ঢেউ টিন ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এজন্য ব্যয় হবে ২৭ কোটি ৯৯ লাখ টাকা।

তিনি বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন ‘নিউমুরিং কন্টেইনার টার্মিনালের জন্য যন্ত্রপাতি ক্রয় (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় চারটি গ্যান্টি ক্রেন সংগ্রহের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এজন্য ব্যয় হবে ২৪৩ কোটি ১৩ লাখ টাকা।

বৈঠকে গাজীপুর-আজমতপুর-ইটাখোলা সড়কের চরসিন্দুরে শীতলক্ষ্যা নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্পের আওতায় ৫১০.৪০২ মিটার দীর্ঘ সেতু নির্মাণের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পে অতিরিক্ত ৮ কোটি ৩ লাখ টাকার কাজ বেশি হওয়ায় প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে ৭৩ কোটি ৭৮ লাখ টাকা।

তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক বাংলাদেশের বিভিন্ন সীমান্তে সার্ভেল্যান্স সিস্টেম স্থাপনের লক্ষ্যে যন্ত্রপাতি ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। জননিরাপত্তা বিভাগের এ ক্রয় প্রস্তাবে ব্যয় হবে ৭৬ কোটি ৯৩ লাখ টাকা।

মোস্তাফিজুর রহমান বলেন, ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) জন্য ‘পার্ট প্রকিউরমেন্ট অব ইন্টিগ্রেটেড ল ফুল ইন্টারসেপশন (এলআই) সিস্টেম সোশ্যাল মিডিয়াম মনিটরিং সিস্টেম অ্যান্ড রিলেটেড সার্ভিসেস’ ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এ প্রকল্পে ব্যয় হবে ২৩৬ কোটি ১৭ লাখ টাকা।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় আবাসন পল্লি এলাকায় ২০ তলা ভিত্তির প্রতি তলায় ৪ ইউনিট বিশিষ্ট ১ হাজার ৫০০ বর্গফুট আয়তনের ১৬ তলা আবাসিক ভবন নির্মাণ কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত সচিব। এ প্রকল্পে ব্যয় হবে ২০০ কোটি ৫১ লাখ টাকা।

তিনি বলেন, গণপূর্ত অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘আজিমপুর সরকারি কলোনীতে বহুতল আবাসিক ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় দুটি ২০ তলা ভবন নির্মাণের বিভিন্ন কাজের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছিল ৫৭ কোটি ৪৩ লাখ টাকা। প্রকল্পে অতিরিক্ত ৯ কোটি ৪৮ লাখ টাকার অতিরিক্ত ব্যয় হওয়ায় মোট ব্যয় দাঁড়িয়েছে ৬৬ কোটি ৯১ লাখ টাকা।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘বাংলাদেশ রেলওয়ের ফিজিবিলিটি স্টাডি উইথ ডিটেইল ডিজাইন অ্যান্ড প্রিপারেশন অব টেন্ডার ডকুমেন্ট ফর কন্সট্রাকশন অব রেল লাইন ফ্রম ভাংগা জংশন (ফরিদপুর) টু পায়রা পোর্ট ভায়া বরিশাল’  শীর্ষক সমীক্ষা প্রকল্পের আওতায় পরামর্শক নিয়োগের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৩৬ কোটি ৯৯ লাখ টাকা।

তিনি বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ এর আওতায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড কর্তৃক বাস্তবায়নাধীন ফ্রাস্ট ট্র্যাকভূক্ত প্রকল্প হিসাবে ‘আনোয়ারা-ফৌজদারহাট গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ’ প্রকল্পের কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এজন্য ব্যয় হবে ১৫ কোটি টাকা।

বৈঠকে বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ডের ‘শতভাগ পল্লি বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ (ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ)’ শীর্ষক প্রকল্পের আওতায় ২৪ হাজার ৮৪২ কিলোমিটার কন্ডাকটর ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে অতিরিক্ত সচিব জানান। এ প্রকল্পে ব্যয় হবে ৯৯ কোটি ৯৪ লাখ ৭৮ হাজার টাকা।

বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ডের ‘বিতরণ ব্যবস্থার ক্ষমতাবর্ধন, পুনর্বাসন ও নিবিড়করণ (ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ)’ শীর্ষক প্রকল্পের আওতায় কন্ডাকটর, বেয়ার ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পে ব্যয় হবে ১৩৯ কোটি ৬৯ লাখ টাকা।

মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ডের ‘পল্লি বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৫ লাখ গ্রাহক সংযোগ’ শীর্ষক প্রকল্পের আওতায় ১৭ হাজার ৬৬টি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১০৪ কোটি ৫১ লাখ টাকা।

বৈঠকে বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ডের ‘সিলেট বিভাগ পল্লি বিদ্যুতায়ন কার্যক্রম সম্প্রসারণ এবং বিআরইবির সদর দপ্তরে ভৌত সুবিধার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ২৪ হাজার ৭০৭টি এসপিসি পোল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৫০ কোটি ৫৭ লাখ টাকা।

তিনি বলেন, বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ডের ‘পল্লি বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৫ লাখ গ্রাহক সংযোগ ’শীর্ষক প্রকল্পের আওতায় ৮৪ হাজার ৮৬২টি এসপিসি পোল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। দুটি লটে এসব পোল ক্রয়ে মোট ব্যয় হবে ১৭৫ কোটি ৮৮ লাখ ৯৩ হাজার টাকা।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ ১০০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎকেন্দ্রের সুষ্ঠু পরিচালনা ও সংরক্ষণের জন্য খুচরা যন্ত্রাংশ এবং তৎসংশ্লিষ্ট বিশেষজ্ঞ সেবা সংগ্রহের লক্ষ্যে ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত সচিব। এজন্য ব্যয় হবে ৭০ কোটি ৫৮ লাখ টাকা।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ‘সোলার স্ট্রিট লাইটিং প্রোগ্রাম ইন সিটি করপোরেশন’ শীর্ষক প্রকল্পের আওতায় বিভিন্ন কাজের ইতোপূর্বে অনুমোদিত ৮টি লটের মধ্যে লট-২ এর চুক্তি বাতিলের বিষয়টি অবহিতকরণ এবং অবশিষ্ট ৭টি লটের ক্রয় প্রস্তাব অনুমোদনের প্রস্তাব দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এজন্য ব্যয় হবে ১৯৪ কোটি ৮৬ লাখ টাকা।

এছাড়া বৈঠকে রজপাড়া থেকে পায়রা বন্দর পর্যন্ত ৪ লেন সড়ক নির্মাণ প্রকল্পে অতিরিক্ত ৫২ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ের একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত সচিব মোন্তাফিজুর রহমান।



রাইজিংবিডি/ঢাকা/১২ জুন ২০১৮/হাসনাত/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়