ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঐক্যবদ্ধ নয় বলে মুসলমানরা মার খাচ্ছে : এরশাদ

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ১২ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঐক্যবদ্ধ নয় বলে মুসলমানরা মার খাচ্ছে : এরশাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ঐক্যবদ্ধ নয় বলে মুসলমানরা মার খাচ্ছে। রোহিঙ্গা মুসলমানরা আজ উদ্বাস্তু, ফিলিস্তিনে পাখির মতো গুলি করে মুসলমানদের মারা হচ্ছে। কোনো প্রতিবাদ নেই। এই অবস্থা দূর করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

মঙ্গলবার রাজধানীর কদমতলী থানার বালুর মাঠে শ্যামপুর-কদতমলী থানা জাতীয় পার্টির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, রমজান সংযমের মাস হলেও জাকজমক ইফতার করছি। অথচ রোহিঙ্গারা কীভাবে ইফতার করছে, কীভাবে দিন কাটাচ্ছে, তার খোঁজ আমরা রাখছি না।

তিনি বলেন, রমজান আসলেই আমাদের দেশে দ্রব্যমূল্য বাড়ানোর হিড়িক পরে। যা পৃথিবীর কোথাও নেই। অথচ অন্য দেশে রমজানের সম্মানার্থে দাম কমানো হয়। আল্লাহর ভয় নেই বলে আমাদের দেশে রমজানেই দাম বাড়ে।

প্রত্যেককে ইসলামের চর্চা বাড়ানোর আহ্বান জানিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি বলেন, আমরা নিজেরা যদি ইসলামের চর্চা করতাম, রাষ্ট্রের সর্বক্ষেত্রে যদি ইসলামের চর্চা হতো তাহলে হিংসা-বিদ্বেষ, হানাহানি কিছুই থাকত না। তাই শুধু রমজান মাসেই নয়, আসুন সারা বছর ইসলাম ও আল্লাহর ইবাদত করি।

ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জাপার সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে ইফতার পার্টিতে বক্তব্য রাখেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি, সালমা হোসেন, শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক ও ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবু, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুর হোসেন, জাপার কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, কাওসার আহমেদ, ইব্রাহিম মোল্লা, শামসুজ্জামান কাজল, সুলতানা আহমেদ লিপি, শাহনাজ পারভীন প্রমুখ।

ইফতার মাহফিলের আগে জাতীয় পার্টির ঢাকা-৪ আসনের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন হুসেইন মুহম্মদ এরশাদ।



রাইজিংবিডি/ঢাকা/১২ জুন ২০১৮/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়