ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গাজীপুরে ২০ গুণীজনকে সম্মাননা দিল শিল্পকলা একাডেমি

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩২, ২০ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজীপুরে ২০ গুণীজনকে সম্মাননা দিল শিল্পকলা একাডেমি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গাজীপুরের ২০ গুণীজনকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা দিয়েছে।

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুণীজনদের হাতে সম্মাননা পদক ও সনদ, প্রত্যেককে ১০ হাজার টাকার চেক তুলে দেন এবং  উত্তরীয় পরিয়ে দেন।

আয়েজকরা জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সিদ্ধান্ত অনুযায়ী ২০১৩ সাল থেকে প্রতি বছর প্রতিটি জেলা শিল্পকলা একাডেমি পাঁচটি বিষয়ে পাঁচজনকে ওই গুণীজন সম্মাননা প্রদান করে আসছে। সম্মাননাপ্রাপ্তরা হলেন- ২০১৪ সালে আহমেদ রেজা রুবেল (নাট্যকলা), আতিকুর রহমান (যন্ত্রশিল্পী), ক্ষিতিশ চন্দ্র মল্লিক (কণ্ঠ সঙ্গীত), প্রাণবন্ধু দাস (লোকসংস্কৃতি), লিয়াকত চৌধুরী (আবৃত্তি), ২০১৫ সালে অসীম বিভাকর (আবৃত্তি), সুভাষ চন্দ্র রায় (যন্ত্র সঙ্গীত), অধ্যাপক মো. আয়েশউদ্দিন (নাট্যকলা), জোসেফ কমল রডিক্স (কণ্ঠ সঙ্গীত), ড. রশীদ হারুন (লোকসংস্কৃতি), ২০১৬ সালে আব্দুল বারী (যন্ত্র সঙ্গীত), মো. আয়েত আলী (কণ্ঠ সঙ্গীত), আকবর আলী (ফটোগ্রাফি), প্রেমনাথ রবি দাস (নাট্যকলা), মো. আলাউদ্দিন (লোকসংস্কৃতি) এবং ২০১৭ সালে সৈয়দ হাফিজুর রহমান (যন্ত্র সঙ্গীত), রাসেল নূরী (সঙ্গীত), সিরাজুল ইসলাম, জানু (আবৃত্তি), হোসনে আরা আক্তার, পুতুল (চলচ্চিত্র) ও মো. মোজাফ্ফর হোসেন মোহর (যাত্রাশিল্প)।

গাজীপুরের  জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাবেক সাংসদ আওয়ামী লীগ নেতা মো. শহীদুল্লাহ, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, গাজীপুর জেলা কালচারাল অফিসার শারমীন জাহান, নাট্য নির্মাতা মোবারক হোসেন।



রাইজিংবিডি/গাজীপুর/২০ জুন ২০১৮/হাসমত আলী/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়