ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইয়াবাসহ গ্রেপ্তার বাসচালক ও সহকারী রিমান্ডে

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ২৬ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইয়াবাসহ গ্রেপ্তার বাসচালক ও সহকারী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে ৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া শ্যামলী পরিবহনের বাসচালক ও তার সহকারীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম জিয়ারুল ইসলামের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- বাসচালক আব্দুল হালিম (৪২) ও সহকারী রনি মিয়া (১৯)।

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই নুর আলী মোল্লা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও উদ্ধারকৃত ইয়াবার প্রকৃত উৎস নির্ণয়ের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

এদিকে, আদালতে বাসচালক ও তার সহকারীর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

প্রসঙ্গত, সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর সায়েদাবাদ জনপথের মোড় সংলগ্ন ‘মা-জননী হোটেলের’ সামনে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস থেকে ৭ হাজার পিস ইয়াবাসহ ওই দুজনকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

পরে সন্ধ্যায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক কমান্ডার মিজানুর রহমান ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে সায়দাবাদের জনপথ মোড় থেকে ৭ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা জানিয়েছে, মামুন (৩২) নামে কক্সবাজারের একজন স্থানীয় বাসিন্দা ৩ হাজার টাকার টাকার বিনিময়ে পার্সেল সায়েদাবাদ বাসস্ট্যান্ডে পৌঁছে দিতে বলে। তার কথামতো তারা পার্সেলটি ঢাকায় নিয়ে আসে।

তিনি আরো বলেন, মামুন নামের ওই ব্যক্তি মাদক ব্যবসায়ী বলে জানতেন বাসচালক ও তার সহকারী।



রাইজিংবিডি/ঢাকা/২৬ জুন ২০১৮/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়