ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মেক্সিকোতে আজ নির্বাচন, সহিংসতার আশঙ্কা

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৪, ১ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেক্সিকোতে আজ নির্বাচন, সহিংসতার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে আজ প্রেসিডেন্ট, সংসদীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে দেশটিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারপরও নির্বাচনে সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।

প্রেসিডেন্ট পদের জন্য এগিয়ে রয়েছেন রাজধানী মেক্সিকো সিটির প্রাক্তন মেয়র বামপন্থি আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর। তিনি দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

ওব্রাডর যদি জেতেন তাহলে তিনি প্রায় ১০০ বছর ধরে শাসন করে আসা দুটি দলকে সরিয়ে ক্ষমতা দখল করবেন।

তবে মেক্সিকোর এবারের নির্বাচনী প্রচারণা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে রক্তাক্ত অবস্থার মধ্য দিয়ে গেছে। নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে দেশটির ১৩৩ জন রাজনৈতিক ব্যক্তিত্ব হত্যার শিকার হয়েছেন।

বিবিসির মেক্সিকো প্রতিনিধি উইল গ্রান্ট জানান, মেক্সিকোতে ভোটাররা ক্ষমতাসীন প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোকে পরিবর্তন করতে চান। তারা দেশটিতে ব্যাপক দুর্নীতি, অপরাধ ও দুর্বল অর্থনীতিতে ক্ষুব্ধ।

তথ্য : বিবিসি




রাইজিংবিডি/ঢাকা/১ জুলাই ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়