ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ওয়ালটন-সমকাল বিশ্বকাপ ফুটবল কুইজের ড্র অনুষ্ঠিত

রফিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৫, ১৩ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন-সমকাল বিশ্বকাপ ফুটবল কুইজের ড্র অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ওয়ালটন-সমকাল বিশ্বকাপ ফুটবল কুইজের প্রথম ও দ্বিতীয় পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় দৈনিক সমকালের নিজস্ব কার্যালয়ে এ ড্র হয়।

ওয়ালটন-সমকাল বিশ্বকাপ ফুটবল কুইজের প্রথম প্রথম পুরস্কার একটি ওয়ালটন এয়ারকন্ডিশনার জিতেছেন ঢাকার শাহজাহানপুরের রাফি।

দ্বিতীয় পুরস্কার একটি ওয়ালটন রেফ্রিজারেটর জিতেছেন সিলেটের ঝর্ণা। তৃতীয় পুরস্কার একটি মাইক্রোওয়েভ ওভেন পেয়েছেন ঢাকার পুরান কচুক্ষেতের এম এ জলিল শেখ। চতুর্থ পুরস্কার দুটি ওয়ালটন স্মার্টফোন জিতেছেন ঢাকার কাঁটাবনের প্রিয়া ও মিরপুরের রাইয়ান। পঞ্চম পুরস্কার পাঁচটি ওয়ালটন রাইস কুকার পেয়েছেন ঢাকার কমলাপুরের আব্দুল্লাহ আল মামুন, চামেলিবাগের জীবন চন্দ্র সরকার, কেরানীগঞ্জের তাসিন, বাগেরহাটের সাহিম, কুমিল্লার রতন। ষষ্ঠ পুরস্কার পাঁচটি ওয়ালটন ব্লেন্ডার বিজয়ীরা হলেন- কেরানীগঞ্জের পূজা রানী সরকার, ঢাকার শনির আখড়ার রাকিব, মুন্সীগঞ্জের ডলি, ঢাকার গুলশানের জসিম ও ইসলামনগরের মারুফ।

ওয়ালটন-সমকাল তেজগাঁও শিল্প এলাকা ফুটবল কুইজের দ্বিতীয় পর্বের প্রথম পুরস্কার ৪৯ ইঞ্চি এলইডি টিভি বিজয়ী ঢাকার তেজগাঁওয়ের সোহেল।



দ্বিতীয় পুরস্কার একটি ওয়ালটন রেফ্রিজারেটর বিজয়ী পুরান ঢাকার সাবিনা। তৃতীয় পুরস্কার একটি ৩২ ইঞ্চি ওয়ালটন এলইডি টিভি বিজয়ী রামগঞ্জের ইকরা। চতুর্থ পুরস্কার দুটি ওয়ালটন স্মার্টফোন বিজয়ীরা হলেন- বগুড়ার ছামচুল ইসলাম ও ঢাকার লালবাগের আনিসা। পঞ্চম পুরস্কার পাঁচটি ওয়ালটন রাইসকুকার বিজয়ীরা হলেন- ঢাকার শ্যামপুরের মায়া, দিনাজপুরের জোবায়দুর রহমান, ফেনীর রয়েল শামীম, সিলেটের আয়েশা, বরিশালের আরিফ। ষষ্ঠ পুরস্কার পাঁচটি ওয়ালটন ব্লেন্ডার বিজয়ীরা হলেন- ফরিদপুরের সাবেরা সুলতানা, ঢাকার জুবাই খান, নারায়ণগঞ্জের নাজমুল হক, মিরপুরের সায়মা সুলতানা ও দক্ষিণ পাড়ার নাঈম।

ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর মোহাম্মদ ফিরোজ আলম, টাইমস মিডিয়া লিমিটেডের নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এস এম শাহাবুদ্দিন, সহযোগী সম্পাদক সবুজ ইউনুস, প্রধান বার্তা সম্পাদক লোটন ইকরাম, ক্রীড়া সম্পাদক সঞ্জয় সাহা পিয়াল, জেনারেল ম্যানেজার মার্কেটিং মো. ফরিদুল ইসলাম, জেনারেল ম্যানেজার সার্কুলেশন হারুনুর রশিদ প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১৩ আগস্ট ২০১৮/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়