ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিভিন্ন নদ-নদীর ৪৯ পয়েন্টে পানি বেড়েছে

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ৪ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিভিন্ন নদ-নদীর ৪৯ পয়েন্টে পানি বেড়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন নদ-নদীর ৯৪টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৪৯টি পয়েন্টের পানি বৃদ্ধি পেয়েছে ও ৩৬টির হ্রাস পেয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯৪টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী সব কয়টি প্রধান নদ-নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তবে পানি সমতল ৬টি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে এবং ৩টি পয়েন্টের কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীগুলোর পানি সমতল বাড়ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অপরদিকে, গঙ্গা ও পদ্মা নদীর পানি সমতল বাড়ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আপার মেঘনা অববাহিকার সুরমা নদীর পানি সমতল বাড়ছে। এই অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় কমতে পারে।

গতকাল সোমবার সকাল ৯টা থেকে আজ সকাল ৯ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জারিয়াজাঞ্জাইল স্টেশন এলাকায় ১২৫ মিলিমিটার, সিলেটে ৯৩ মিলিমিটার, কানাইঘাটে ৮৭ মিলিমিটার এবং সুনামগঞ্জ এলাকায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/৪ সেপ্টেম্বর ২০১৮/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ