ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মার্সেলের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় বিভাগ দাবা লিগ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ৪ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মার্সেলের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় বিভাগ দাবা লিগ

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ দাবা ফেডারেশনের সঙ্গে ওয়ালটন গ্রুপ নিয়মিত কাজ করছে। তারই ধারাবাহিকতায় আগামী সপ্তাহে শুরু হতে যাচ্ছে ‘মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগ-২০১৮’। এই লিগে অংশগ্রহণের জন্য নিবন্ধন চলছে। যা চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। লিগের শীর্ষ দুটি দল প্রথম বিভাগে উত্তীর্ণ হবে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ দাবা ফেডারেশনের প্রশাসনিক কর্মকর্তা ও আন্তর্জাতিক বিচারক হারুন অর রশিদ বলেন, ‘ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল এর পৃষ্ঠপোষকতায় ১১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে দ্বিতীয় বিভাগ দাবা লিগ। এর নিবন্ধন চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে হবে খেলা।  লিগের শীর্ষ দুটি দল প্রথম বিভাগে উত্তীর্ণ হবে। গেল বছর এই লিগে ৩০টি দল অংশ নিয়েছিল।’

ওয়ালটন গ্রুপের প্রশংসা করে তিনি বলেন, ‘ওয়ালটন গ্রুপ ২০১২ সাল থেকে আমাদের সঙ্গে কাজ করছে। ২০১৪ সাল থেকে নিয়মিত তারা আমাদের প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশন ও সেকেন্ড ডিভিশন দাবায় পৃষ্ঠপোষকতা করছে। এর বাইরেও আন্তর্জাতিক রেটিং দাবা ও দৃষ্টিহীনদের জন্য বিশেষ দাবা প্রতিযোগিতায় ওয়ালটন গ্রুপ পৃষ্ঠপোষকতা করছে।’

পৃষ্ঠপোষকতা করার বিষয়ে ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস এন্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘বাংলাদেশ দাবা  ফেডারেশনের সঙ্গে আমরা নিয়মিত সম্পৃক্ত হচ্ছি। তারই ধারাবাহিকতায় আবারো দ্বিতীয় বিভাগ দাবায় ওয়ালটন গ্রুপ পৃষ্ঠপোষকতা করতে যাচ্ছে। এবার ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল এর ব্যানারে আগামী সপ্তাহে শুরু হবে এই প্রতিযোগিতা। দ্বিতীয় বিভাগ দাবা লিগ এক প্রকার ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। আমরা সব সময়ই ট্যালেন্ট হান্ট জাতীয় প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করি।’

এই প্রতিযোগিতার অনলাইন পার্টনার থাকবে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম।



রাইজিংবিডি/ঢাকা/৪ সেপ্টেম্বর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়